Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজের আগে স্কোয়াডে পরিবর্তন আনল ওয়েস্ট ইন্ডিজ

West Indies team
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে বাংলাদেশের। এবার পালা টি-টোয়েন্টির। তবে সিরিজ শুরুর আগে নিজেদের স্কোয়াডে পরিবর্তন এনেছে সফরকারীরা। নতুন ক্রিকেটার অন্তর্ভুক্তির পাশাপাশি চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন দলের একাধিক সদস্য। এক্স বার্তায় বিষয়টি জানিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াডে যুক্ত হয়েছেন বাঁহাতি স্পিনার খারি পিয়েরে। ওয়ানডে দলেও ছিলেন তিনি। এছাড়া ঘোষণাকৃত পূর্ববর্তী টি-টোয়েন্টি স্কোয়াড থেকে চোটের কারণে ছিটকে গেছেন পেসার শামার জোসেফ ও জেডিয়াহ ব্লেডস। এতে বর্তমান স্কোয়াডের সদস্যসংখ্যা ১৫ থেকে কমে হয়েছে ১৪ জন।

এর আগে ভারত সিরিজেও একই কারণে খেলা হয়নি শামার জোসেফের। ২৬ বছর বয়সী এই পেসারের বাংলাদেশ সফরে কাঁধের অস্বস্তি কাটিয়ে ফেরার প্রত্যাশা থাকলেও, তিনি দুই ফরম্যাটের সিরিজ থেকেই ছিটকে গেছেন। এর আগে সর্বশেষ সেপ্টেম্বরে ক্যারিবীয় প্রিমিয়ার লিগের (সিপিএল) পর ইংল্যান্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তার পুনর্বাসন শুরুর কথা জানিয়েছিল উইন্ডিজ ক্রিকেট বোর্ড।



এদিকে আরেক বাঁ-হাতি পেসার জেডিয়াহ ব্লেডস কেবল বাংলাদেশ সফর থেকেই নয়, ছিটকে গেছেন আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেও। লোয়ার ব্যাক ফ্র্যাকচারে ভোগা এই ক্রিকেটার নিজের দেশে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাবেন। দুজন পেসার ছিটকে যাওয়ার খবর নিশ্চিত হওয়ার পরেই তার বিকল্প হিসেবে আকিল হোসেন ও রেমন সিমন্ডসকে ওয়ানডে স্কোয়াডে যুক্ত করা হয়েছিল।

দুই পেসার হারানোর পর ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডের পেস ইউনিটে জেনুইন পেসার হিসেবেই আছেন জেইডেন সিলস ও রেমন সিমন্ডস। আর ব্যাট চালানোর পাশাপাশি অলরাউন্ড পেসার হিসেবে সঙ্গ দেবেন শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড ও জেসন হোল্ডার। আর স্পিন অ্যাটাকে থাকবেন আকিল হোসেন ও গুদাকেশ মোতি। তাদের সঙ্গ দিতে পারেন অলিক আথানাজে ও রোস্টন চেজ।

আগামী ২৭ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যেখানে পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ অক্টোবর।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল : শাই হোপ (অধিনায়ক), অলিক আথানাজে, আকিম অগাস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, রেমন সিমন্ডস ও খারি পিয়েরে।

ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট