
মিরপুরের মাঠে নতুন ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে বিশ্বের কোনো মাঠে স্পিনারদের দিয়ে পুরো ৫০ ওভার বল করানোর নজির ছিল না। আজ বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে ইতিহাস গড়েছে ক্যারিবিয়ানরা- পুরো ইনিংসেই স্পিনারদের দিয়ে বল করিয়েছে তারা।
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুই দলই একাদশ সাজিয়েছে স্পিনার নির্ভর বোলিং আক্রমণ নিয়ে। বাংলাদেশের দলে একমাত্র পেসার ছিলেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার ছাড়া বাকি চার বোলারই স্পিনার- মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানভীর আহমেদ ও নাসিম আহমেদ।
অন্যদিকে ক্যারিবিয়ানরাও একাদশ সাজিয়েছে চার স্পিনার নিয়ে। তারা হলেন- খারি পেইরি (বাঁহাতি), রস্টন চেজ (ডানহাতি অফস্পিনার), গুদাকেশ মোতি (বাঁহাতি স্পিনার) ও আকিল হোসেন (বাঁহাতি স্পিনার)। তবে দলে থাকা একমাত্র পেসারকেও ব্যবহার করা হয়নি; তার পরিবর্তে স্পিনার হিসেবে বল করেছেন অফব্রেক বোলার অলিক আথানেজ।
ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারের পুরো ইনিংস জুড়ে কোনো পেসার ব্যবহার করেনি। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। শুধু মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামেই নয়- বিশ্বের কোনো মাঠেই পুরো ইনিংসে স্পিনারদের দিয়ে বল করানোর রেকর্ড নেই। এর আগে সর্বোচ্চ ৪৪ ওভার পর্যন্ত স্পিনার দিয়ে বল করানোর রেকর্ড ছিল। তবে আজ (২১ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারই স্পিনারদের ব্যবহার করে গড়েছে নতুন ইতিহাস। ৫৪ বছরের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এই নজিরই প্রথম।
ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৫/এনজি
