Connect with us
ক্রিকেট

১২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে দেড়শ’র আগেই থামল ওয়েস্ট ইন্ডিজ

West Indies collapsed, losing 5 wickets for just 12 runs, and were bowled out before reaching 150.
ওয়েস্ট ইন্ডিজকে দেড়শ রানের মধ্যেই আটকে দিয়েছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ (বুধবার) দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে দুইশ রানের সুবাতাস পাচ্ছিলো ওয়েস্ট ইন্ডিজ। তবে শতরানের পর ১২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে দেড়শোর আগেই থেমেছে ক্যারিবিয়ানরা।

চট্টগ্রামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে সমতা ফেরাতে ১২০ বলে ১৫০ রান দরকার লিটনদের।

এদিন ব্যাটিংয়ে নেমে দলীয় ১ রানেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তাসকিনের বলে ক্যাচ আউট হয়ে ১ রান করে ফিরে যান ব্রান্ডন কিং। শুরুর বিপত্তি সামলে আলিক অ্যাথানাজি ও শাই হোপের ব্যাটে ঘুরে দাঁড়ায় ক্যারিয়ানরা। এই জুটিতেই ১১ ওভারে শতরানে পৌঁছে যায় সফরকারীরা।



১২তম ওভারে বোলিংয়ে এসে অ্যাথানাজিকে ফিরিয়ে বিপদজনক এই জুটি ভেঙে দেন নাসুম আহমেদ। সাজঘরে ফেরার আগে ৩৩ বলে ৫ চার ও ৩ ছক্কার মারে ৫২ রানের ইনিংস খেলেন এই ওপেনার। এরপরই শুরু হয় ক্যারিবিয়ানদের ব্যাটিং বিপর্যয়। নাসুমের পরের বলেই বোল্ড হয়ে ডাক মেরে ফেরেন শেরফান রাদারফোর্ড।

পরের ওভারেই আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। দারুণ খেলতে থাকা শাই হোপকে ক্যাচ আউটের শিকার বানিয়ে সাজঘরে ফেরান এই লেগি। ৩৬ বলে ৩ চার ও ৩ ছক্কার মারে ৫৫ রান করে ফেরেন উইন্ডিজ অধিনায়ক। এরপর রিশাদ এসে ১১৭ রানের মাথায় ফেরান রভম্যান পাওয়েলকে (৩)। একই ওভারে জেসন হোল্ডারকে (৪) ফেরান এই লেগি।

সপ্তম উইকেট জুটিতে রস্টোন চেজ ও রোমারিও শেফার্ডের ২৬ রানের জুটিতে ভর করে শেষ পর্যন্ত ১৪৯ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা। বাংলাদেশের পক্ষে ৩ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন মুস্তাফিজ। ২টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। এছাটা একটি উইকেট নেন তাসকিন।

ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট