Connect with us
ক্রিকেট

সিরিজের মাঝে স্পিনে শক্তি বাড়ালো ওয়েস্ট ইন্ডিজ

West Indies cricket team
ওয়েস্ট ইন্ডিজ দলে আকিল হোসেন। ছবি- ক্রিকইনফো

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মিরপুরের উইকেট ভালোভাবে পরীক্ষা নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের। যত সময় গেছে ততই স্পিন সহায়ক হয়েছে উইকেট। লেগ স্পিনার রিশাদ হোসেন একাই ৬ উইকেট শিকার করে ধ্বসিয়ে দিয়েছে সফরকারীদের ইনিংস। এবার তাই গুরুত্ব বুঝে সিরিজের মাঝেই নিজেদের স্পিন শক্তি বাড়ালো ওয়েস্ট ইন্ডিজ।

এবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য উইন্ডিজের স্কোয়াডে সংযোজন করা হয়েছে বাঁহাতি স্পিনার আকিল হোসেন ও র‍্যামন সিমন্ডসকে। আকিল সাদা বলে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে নিয়মিত মুখ হলেও সিমন্ডস ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন প্রথমবার। হয়ে যেতে পারে অভিষেক।

শামার জোসেফ ও জেদিয়াহ ব্লেডস ছিটকে যাওয়াতেই মূলত বাংলাদেশ সিরিজের দলে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। পিঠের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডের দল থেকে ছিটকে গেছেন ব্লেডস। পুনর্বাসনপ্রক্রিয়ার জন্য ফিরে যাবেন দেশে। নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও থাকছেন না ক্যারিবীয় এই বাঁহাতি পেসার।



আর জোসেফ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই অনুশীলনের সময় কাঁধে ব্যথা অনুভব করেছিলেন। স্ক্যানের পর বিশেষজ্ঞের সঙ্গে আলাপ করে পুনর্বাসনপ্রক্রিয়ায় গেছেন তিনি। জোসেফ, ব্লেডসের কেউই বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে খেলেননি। 

এদিকে প্রথম ওয়ানডের পর সিরিজের বাকি অংশের জন্য বাংলাদেশ দলও নিজেদের স্কোয়াডে স্পিন শক্তি বাড়িয়েছে। টাইগার দলে ফেরানো হয়েছে স্পিনার নাসুম আহমেদকে। আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তী ২৩ অক্টোবর হবে তৃতীয় ওয়ানডে।

ওয়েস্ট ইন্ডিজের নতুন ওয়ানডে স্কোয়াড : শাই হোপ (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, আকিম অগুস্তে, কেসি কার্টি, রোস্টন চেইজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোটি, খারি পিয়েরে, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, আকিল হোসাইন, র‍্যামন সিমন্ডস।

ক্রিফোস্পোর্টস/২০অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট