Connect with us
ক্রিকেট

সুপার ওভারে বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল উইন্ডিজ

West Indies beat Bangladesh in the Super Over to level the series.
নাটকীয় সুপার ওভারে বাংলাদেশকে ১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ছবি- এএফপি

সুপার ওভারের নাটকীয়তায় বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ১০০ ওভারের খেলা শেষে দুই দলেরই স্কোর সমান থাকায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। তবে সুপার ওভারে ১১ রান করতে ব্যর্থ হয় বাংলাদেশ। 

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশকে সুপার ওভারে ১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সমান ২১৩ রান সংগ্রহ করে ওয়েস্ট।

সুপার ওভারে আগে ব্যাট করত্র নেমে ১ উইকেটে ১০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৯ রানের বেশি করতে পারেনি টাইগাররা।



এদিন রানতাড়ায় নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর অন্যান্য ব্যাটারদের কল্যাণে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ক্যারিবিয়ানরা। তবে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেয় বাংলাদেশ। তাতে ১৩৩ রানেই ৭ উইকেট হারায় সফরকারীরা। পরবর্তীতে ম্যাচের হাল ধরেণ শাই হোপ ও জাস্টিন গ্রিবস। অষ্টম উইকেট জুটিতে ৪৪ রান যোগ করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তারা।

দলীয় ১৭৭ রানের মাথায় রানআউটের শিকার হয়ে ফিরে যান গ্রিবস (২৬)। এরপর আকিলকে নিয়ে আরও ৩৪ রান যোগ করে শেষ পর্যন্ত স্কোর সমান করে নেয় দলটি। শাই হোপের অপরাজিত ৫৩ রানের ইনিংসের পর ড্র হলে সুপার ওভারে গড়ায় ম্যাচটি।

বাংলাদেশের হয়ে ৩টি উইকেট শিকার করেন রিশাদ হোসেন। ২টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও তানভীর ইসলাম। এছাড়া একটি উইকেট নেন সাইফ হাসান।

এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের হয়ে ফিফটির দেখা পাননি কেউ। ফিফটির কাছে গিয়ে আউট হয়ে যান সৌম্য সরকার। ৮৯ বলে ৩ চার ও ১ এক ছক্কায় ৪৫ রান করেন এই ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রিশাদ। দুর্দান্ত এই ইনিংসে ৩টি চার ও ৩টি ছক্কার মার ছিল। ৩২ রান করে অপরাজিত ছিলেন মেহেদি হাসান মিরাজ।

নুরুল হাসান সোহান ২৪ বলে ২ চার ও ১ ছক্কায় ২৩ রান করেন। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন ৩৫ বলে ১৭, নাজমুল হোসেন শান্ত ২১ বলে ১৫, নাসুম আহমেদ ২৬ বলে ১৪ এবং তাওহীদ হৃদয় ১৯ বলে ১২ রানের ইনিংস খেলেন।

ওয়েস্ট ইন্ডিজ দলে আজ কোনো পেসার রাখা হয়নি। পাঁচ স্পিনার মিলেই ৫০ ওভার বোলিং করেছেন। তাদের মধ্যে গুদাকেশ মোতি ১০ ওভারে ৬৫ রান দিয়ে ৩ উইকেট নেন। দ্বিতীয় ম্যাচের আগে দলে যুক্ত হওয়া আকিল হোসেন ১০ ওভারে ৪১ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া অ্যালিক অ্যাথেনজি ১০ ওভারে ৩ মেডেনসহ ১৪ রান দিয়ে ২ উইকেট নেন।

ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট