Connect with us
ক্রিকেট

অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, ম্যাচ কবে কখন?

Bangladesh vs Wes indis
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ। ছবি- সংগৃহীত

আগামী অক্টোবর মাসে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি নিয়ে গড়া সাদা বলের সিরিজ খেলতে ১৫ অক্টোবর ঢাকায় পা রাখবে ক্যারিবীয়রা। সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর এবং শেষ হবে ১ নভেম্বর।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, ওয়ানডে ফরম্যাট দিয়েই শুরু হবে সিরিজ। তিন ওয়ানডের মধ্যে দুটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। চট্টগ্রামে হবে একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। বাকি দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

গত বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ঐতিহাসিক সাফল্য পেয়েছিল বাংলাদেশ। ক্যারিবীয়দের মাটিতে প্রথমবারের মতো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। তবে সেই সফরে ওয়ানডেতে উল্টো হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছিল ১-১ ড্রয়ে।



এদিকে অক্টোবরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। জাতীয় নির্বাচনের আড়ালে গেলেও বিসিবি নির্বাচন ঘিরে জমে উঠেছে উত্তাপ। সম্প্রতি সাবেক অধিনায়ক তামিম ইকবালের নির্বাচনী অঙ্গনে প্রবেশ আলোচনা আরও বাড়িয়ে দিয়েছে।

বিসিবির এক সূত্র জানিয়েছে, সম্ভবত আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে এ নির্বাচন।

ক্রিফোস্পোর্টস/৩সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট