এবারও ব্যালন ডি’অর জিতবে মেসি?

ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় পুরস্কার ব্যালন ডি’অর। 

প্রতি বছর ‘ফ্রান্স ম্যাগাজিন’ বছরের সেরা পুরুষ ও নারী ফুটবলারকে এই পুরস্কার দিয়ে থাকে।

এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক ব্যালন ডি’অরজয়ী ফুটবলার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। 

তার ব্যালন ডি’অর এর সংখ্যা ৭। 

মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো মোট ৫ বার এই সম্মানজনক পুরস্কারটি জিতেছেন। 

আগামী ৩০ অক্টোবর ফ্রান্সের প্যারিসে ২০২৩ সালের ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করা হবে। 

তার আগেই অবশ্য স্প্যানিশ গণমাধ্যম দারিও স্পোর্টস পুরুষ ও নারী ব্যালন ডিঅর জয়ীর সম্ভাব্য নাম ঘোষণা করেছে। 

তাদের দাবি, আর্জেন্টিনার হয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতা লিওনেল মেসিই এ বছরের ব্যালন ডিঅর জিততে চলেছেন। 

আর নারী ফুটবলার হিসেবে স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা আইতানা বোনমাতি জিতবেন এবারের নারী ব্যালন ডিঅর।