বিদায়ী কোচকে নিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না মাহমুদউল্লাহ

অ্যালান ডোনাল্ড—টিম বাংলাদেশের সদ্য বিদায়ী ফাস্ট বোলিং কোচ। টিম বাংলাদেশকে যতটুকু দিয়েছেন হৃদয় নিঙরে দিয়েছেন, এর ফলও পেয়েছেন। 

খেলা চলাকালেও দলেরে জন্য নিবেদিত ডোনাল্ড হৃদয় জয় করে নিয়েছেন বাংলার ক্রিকেট প্রেমিদের।

এই বিশ্বকাপে নাস্তানাবুদ বাংলাদেশের খেলোয়ার থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট। সবাই সমালোচনায় বিদ্ধ হয়েছেন। 

কোচিং প্যানেলকে তো রিতিমত ধুয়ে দিয়েছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রীড়া প্রেমিরা। তবে একজন ছাড়া তিনি—অ্যালান ডোনাল্ড।

তবে মহল্লায় আগুন লাগলে দেবালয় যেমন রক্ষা পায়না, তাই যেন হলো ডোনাল্ডের বেলায়। 

তবে নিজের ব্যক্তিত্ব ধরে রেখেই টাইগারদের বিদায় বলে দিয়েছেন এই প্রোটিয়া কোচ। যদিও ডোনাল্ডের চুক্তির মেয়াদ ছিল চলমান ওয়ানডে বিশ্বকাপ পর্যন্তই।

কিন্তু দক্ষিণ আফ্রিকার সাবেক এই ফাস্ট বোলার চুক্তির মেয়াদ আর বাড়াবেন না তা আগেই বলে দিয়েছিলেন। 

তবে ভারত থেকেই নিরবে দল ছেড়ে গেছেন তিনি। রোববার ভারত থেকে টিম বাংলাদেশ ফিরলেও দলের সঙ্গে ঢাকায় ফেরেননি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ফাস্ট বোলার।

তার বিদায়টা হয়তো আরও একটু সুন্দর হতে পারতো। হয়তো মনের কোনে জমা আক্ষেপ চাপা রেখেই ছেড়ে গেছেন তিনি। তবে বিদায় বেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি।

এতে লিখেন, ‘ফাস্ট বোলিং কোচ হিসেবে আমাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। টিম ও কোচিং সদস্যদের আগামীর জন্য শুভকামনা জানাচ্ছি।’ 

‘তবে আমি ভুলে যাবো না, আপনাদের খোঁজখবর নেব। আমাকে সমর্থনের জন্য বাংলাদেশ ক্রিকেটের সকল আবেগী ভক্তদের ধন্যবাদ।’ 

এদিকে ডোনাল্ডকে আবেগপ্রবণ হয়েছেন টাইগার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। সোমবার নিজের ফেসবুক পেজে ডোনাল্ডের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন।

মাহমুদউল্লাহ লিখেন, একজন কিংবদন্তি ও একজন ভদ্রলোক। সত্যি দারুণ একজন মানুষ। আপনার সঙ্গে কাজ করতে পারা সত্যি আনন্দের।