২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক সৌদি আরব

সৌদি আরব একের পর এক চমক দেখিয়েই যাচ্ছে। এবার চমকের পালকে নতুন সংযোজন ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়া।

২০৩৪ বিশ্বকাপ আসরের জন্য ফিফা ‘এশিয়া এবং ওশেনিয়া’ অঞ্চল থেকে বিড চেয়েছিল। 

ওশেনিয়ান দেশ অস্ট্রেলিয়া শুরুতে আগ্রহ দেখালেও আজ তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে। মঙ্গলবার ছিল ফিফা নির্ধারিত বিড করার শেষ দিন। 

কিন্তু ইন্দোনেশিয়া ইতোমধ্যে সৌদি আরবের প্রতি সমর্থনের বিষয়টি তাদের জানিয়েছে।

আয়োজক হওয়ার আগ্রহের কথা জানানোর শেষ দিনে ফুটবল অস্ট্রেলিয়া এক বিবৃতির মাধ্যমে জানায়, তারা বিডটি করছে না। 

অপর দিকে পুরো এশিয়া বিশ্বকাপ আয়োজনে সৌদিকে সমর্থন করায় ২৫ তম আসরটির আয়োজক সৌদিই হতে যাচ্ছে তা এক প্রকার নিশ্চিত।

২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে। ২০৩০ সালের আসরটি হবে স্পেন, মরক্কো ও পর্তুগালে।

যার মধ্যে আবার তিনটি ম্যাচ হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে।

২০৩৪ আসরটি হবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে।