Connect with us
ফুটবল

বাংলাদেশের জার্সি পরা আমার কাছে গর্বের : হামজা চৌধুরী

Hamza
হামজা চৌধুরী। ছবি- ক্রিফো স্পোর্টস

দেশের প্রতি গভীর ভালোবাসা থেকেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলছেন হামজা চৌধুরী- এমন মন্তব্য করেছেন এই তারকা ফুটবলার।

তিনি বলেন, আমি টাকার জন্য নয়, দেশের জন্য খেলি। বাংলাদেশের জার্সি পরা আমার কাছে গর্বের।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীতে মোবাইল ফোন অপারেটর রবি’র কর্পোরেট অফিসে কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দেওয়ার অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।



প্রিমিয়ার লিগে প্রতিদিনের আয় প্রায় ৫,৯২৪ ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ৮ লাখ ২৬ হাজার টাকা) হলেও হামজা জানান, দেশের জার্সি গায়ে খেলার অনুভূতির সঙ্গে এর কোনো তুলনা হয় না।

বাংলাদেশ জাতীয় দলের আসন্ন ভারত ম্যাচ নিয়ে আশাবাদ ব্যক্ত করে হামজা বলেন, আমরা সবাই জয়ের জন্য প্রস্তুত। দেশের মানুষ ফুটবল নিয়ে এখন যেভাবে উচ্ছ্বসিত, আমরা সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই মাঠের পারফরম্যান্সে।

তিনি বলেন, বাংলাদেশে ফুটবলের প্রতি সমর্থন ও আবেগ অসাধারণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিয়াদ সাতারা, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলমসহ কোম্পানির শীর্ষ কর্মকর্তারা ।

হামজা চৌধুরী আগামী এক বছরের জন্য রবি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন।

ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল