বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল এর এবারের আসরে শক্তিশালী দল গড়েছে সিলেট টাইটান্স। দেশি-বিদেশি তারকাদের সমন্বয়ে গড়া স্কোয়াড নিয়ে বেশ আত্মবিশ্বাসী দলের পেসার ইবাদত হোসেন। বিশেষ করে পাকিস্তানের অভিজ্ঞ বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরের অন্তর্ভুক্তিকে বড় শক্তি হিসেবে দেখছেন তিনি। ইবাদতের কণ্ঠে স্পষ্ট প্রত্যয়— এবার শিরোপা জিততেই মাঠে নামবে সিলেট।
এদিকে বিপিএল খেলতে সোমবার রাতে সিলেট শিবিরে যোগ দিয়েছেন মোহাম্মদ আমির। মঙ্গলবার থেকেই তাকে দেখা যায় দলীয় অনুশীলনে। মাঠে আমিরকে নিয়ে ইবাদত বলেন, ‘আমরা আমির ভাইয়ের কাছ থেকে নেওয়ার চেয়ে তিনি আমাদের দলকে যে অভিজ্ঞতা দেবেন, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টিতে তার ৪০০–এর বেশি উইকেট আছে। আশা করি, তিনি সেই অভিজ্ঞতা দলের হয়ে কাজে লাগাতে পারবেন এবং বিপিএলে নিজের সেরাটা দেবেন।’
দলের সামগ্রিক গঠন নিয়েও সন্তুষ্ট এই বাংলাদেশি পেসার। তার মতে, সিলেটের স্কোয়াডে ভারসাম্যের ঘাটতি নেই। দেশি-বিদেশি মিলিয়ে আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে। সিনিয়র ও জুনিয়র মিলিয়ে ভালো কম্বিনেশন আছে। বোলিং ও ব্যাটিং- দুটোই প্রায় সমান শক্তিশালী। আমার কাছে মনে হয় ৫০–৫০।
ইবাদত বলেন, ‘আমার মনে হয় বোলিংটা একটু বেশি শক্তিশালী, কারণ আমির ভাই আছেন। এছাড়া আমি, খালেদ, শহিদুল, রেজাউর- সবাই পারফর্মার। আলহামদুলিল্লাহ আমাদের দল খুব ভালো অবস্থায় আছে। সবাই যদি মাঠে নিজেদের কাজটা ঠিকভাবে করতে পারে, তাহলে ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব।’
দলের এবারের থিম নিয়েও কথা বলেছেন ইবাদত। টাইগার এই পেসার বলেন, ‘আমাদের এবারের থিম- এবার কিন্তু অইজিবো (এবার কিন্তু হয়ে যাবে)। এর মানে, আমাদের টিমে একটা পজিটিভ ভাইব আছে। এই থিমটা শুনলেই মনে হয়, এই বছর আমরা চ্যাম্পিয়ন হব। আল্লাহ যদি সাহায্য করেন, আমরা এবার শিরোপা জিতব ইনশাআল্লাহ।
ক্রিফোস্পোর্টস/২৩ডিসেম্বর২৫/এসএ
