বিপিএলের শুরুতে যে দলটিকে ঘিরে ছিল অনিশ্চয়তা আর সংশয়, সেই চট্টগ্রাম রয়্যালসই এখন দাঁড়িয়ে আছে শিরোপার খুব কাছাকাছি। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে মালিকপক্ষ দায়িত্ব ছেড়ে দেওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল তাদের নিয়ে। শেষ মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দায়িত্ব নেওয়ার পর অগোছালো পরিস্থিতির মধ্য দিয়েই যাত্রা শুরু করে দলটি। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম।
কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করার পর পুরো অভিযাত্রা নিয়ে কথা বলেছেন দলের মেন্টর হাবিবুল বাশার সুমন। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শুরুটা স্মরণ করেন সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, আমরা যখন দায়িত্ব নেই, তখন দলটা খুবই অগোছালো অবস্থায় ছিল। সময়ও ছিল খুব কম। ওই পরিস্থিতিতে সবাইকে মানসিকভাবে প্রস্তুত করা, দল হিসেবে খেলানো সহজ কাজ ছিল না। তবে খেলোয়াড়রা আমাদের অনেক সহযোগিতা করেছে।
রাজশাহীর বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচ ছিল চাপের। শেষ ওভারে দরকার ছিল ৯ রান। তবে ডাগআউটে নিজেদের পরিকল্পনার ওপর ভরসা ছিল। হাবিবুল বাশার বলেন, আজকের ম্যাচটা আমরা পুরোপুরি পরিকল্পনা অনুযায়ী খেলেছি। বাইরে থেকে মনে হতে পারে শুরুতে রান রেট কম ছিল। কিন্তু আমরা জানতাম, শেষ দিকে আমাদের এমন ব্যাটসম্যান আছে যারা চাপ সামলাতে পারবে।
আগের কয়েক ম্যাচে পাওয়ার প্লেতেই উইকেট হারানো চট্টগ্রামের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। সেটি মাথায় রেখেই কৌশল বদলানো হয়েছিল বলে জানান তিনি। তিনি বছর, গত তিন ম্যাচে শুরুতে উইকেট পড়ে যাওয়ায় আমাদের সমস্যায় পড়তে হয়েছে। আজকে পরিকল্পনা ছিল পাওয়ার প্লেতে উইকেট না দেওয়া। স্কোর যেহেতু খুব বড় ছিল না, হাতে উইকেট থাকলে শেষ করা যাবে এই বিশ্বাসটা আমাদের ছিল।
ফাইনালে ওঠার পর বোনাস বা বাড়তি প্রণোদনার প্রসঙ্গ উঠলেও সেটিকে বড় করে দেখছেন না চট্টগ্রামের মেন্টর। তাঁর কাছে লক্ষ্য একটাই ফাইনাল জেতা। বোনাস নিয়ে আমরা ভাবছি না। এটা বিসিবির সিদ্ধান্ত। আমাদের ফোকাস ফাইনাল ম্যাচে, ফাইনালে ভালো খেলায়।
ফাইনালের আগে দলে নতুন কোনো বড় নাম যুক্ত হবে কি না এই প্রশ্নে হাবিবুল বাশার স্পষ্ট উত্তর দিয়েছেন। তিনি বলেন, মাঝখানে সময় খুবই কম, মাত্র দুই দিন। এই দলটাই ভালো খেলছে। হয়তো বড় নাম নেই, কিন্তু সবাই দলটাকে নিজের মনে করছে। এই স্কোয়াড নিয়েই আমরা ফাইনাল পর্যন্ত এসেছি। তাই আমি বিশ্বাস করি, যদি আমরা ফাইনাল জিতি, এই দলটাকেই নিয়ে জিতব।
ক্রিফোস্পোর্টস/২১জানুয়ারি২৬/টিএ
