আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর ভারত সফর ও আইপিএল সম্প্রচার নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কড়া অবস্থানকে যৌক্তিক বলে মনে করছেন সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। তাঁর মতে, এটি শুধু একজন ক্রিকেটারের বিষয় নয়, দেশের একজন নাগরিকের সম্মানের প্রশ্ন। যেখানে দেশের খেলোয়াড়দের সম্মান নেই, সেই খেলা আমরা দেখবই না।
সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাইলট বলেন, মুস্তাফিজকে বাদ দেওয়ার পেছনে কোনো ক্রিকেটীয় যুক্তি স্পষ্ট করা হয়নি। পারফরম্যান্সের কারণে হলে সেটি মেনে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু কোনো ব্যাখ্যা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া সরাসরি দেশের মানুষকেই আঘাত করেছে। তাঁর মতে, দিনশেষে বোর্ডের দায়িত্ব হচ্ছে দেশের স্বার্থটাই আগে দেখা।
খেলাধুলার মাঠে রাজনীতি বা অন্য কোনো অপ্রাসঙ্গিক বিষয় ঢুকে পড়াকে ভালো চোখে দেখছেন না পাইলট। তিনি বলেন, মুস্তাফিজকে ঘিরে যা হয়েছে, তা মোটেও ভালো উদাহরণ নয়। মাঠের বাইরের বিষয় মাঠে টেনে আনা হলে খেলাটাই ক্ষতিগ্রস্ত হয়।
চলতি বছর আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার সিদ্ধান্তের পক্ষেও স্পষ্ট অবস্থান জানান এই সাবেক অধিনায়ক। পাইলট বলেন, যেখানে বাংলাদেশের খেলোয়াড়দের সম্মান নেই, সেই খেলা দেখার কোনো প্রয়োজন নেই। ক্রিকেট এবং খেলাধুলাকে ভালোবাসলেও অসম্মানের জায়গায় আপস করা যায় না। তাঁর মতে, এমন আয়োজন এড়িয়ে চলাই উচিত।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসিকে চিঠি দেওয়াকেও সময়োপযোগী সিদ্ধান্ত বলে মনে করছেন পাইলট। তিনি বলেন, একজন সাধারণ নাগরিক হিসেবেও যদি সেখানে কোনো খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়। সেই জায়গা থেকে বিকল্প ভেন্যুর কথা জানানো বোর্ডের দায়িত্বশীল সিদ্ধান্ত।
পাইলট আরও বলেন, বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, তবে আইসিসির অধীনেই। এ ক্ষেত্রে আইসিসির ভূমিকা কতটা স্বচ্ছ থাকবে, তা নিয়েও প্রশ্ন রাখেন তিনি। তাঁর মতে, আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির সিদ্ধান্তে ভারত ক্রিকেট বোর্ডের প্রভাব সবসময়ই থাকে। সেই বাস্তবতার মধ্যেই বাংলাদেশকে নিজেদের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরতে হচ্ছে।
ক্রিফোস্পোর্টস/৫জানুয়ারি২৬/টিএ
