
চলতি এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলায় বি-গ্রুপে হট ফেবারিট ছিল শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের খেলায় বাংলাদেশ, আফগানিস্তান কিংবা হংকং— লঙ্কানদের সামনে দাঁড়াতেই পারেনি কোনো দল। তবে সুপার ফোরে এসেই হোঁচট খেয়েছে দলটি। প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে হেরেছে তারা। তবে এই হারের দুঃস্মৃতি ভুলে পরবর্তী ম্যাচগুলোর দিকে মনোযোগ দিতে চায় গত আসরের রানার্সআপরা।
বি-গ্রুপ থেকে অপরাজিত দল হিসেবে সুপার ফোরে উঠেছিল শ্রীলঙ্কা। যেখানে গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশকে ডমিনেট করে ৬ উইকেটে হারিয়েছিল তারা, সেই বাংলাদেশের বিপক্ষেই সুপার ফোরের ম্যাচে ৪ উইকেটে হেরেছে তারা। টাইগারদের বিপক্ষে এমন হার কোনোভাবেই মেনে নিতে পারছে না লঙ্কানরা। তাই এই দুঃস্মৃতি ভুলে শেষ দুই ম্যাচে ভালো করতে চায় দলটি।
সুপার ফোরের প্রথম ম্যাচ হেরে ফাইনালের দৌড়ে অনেকটা পিছিয়ে পড়েছে শ্রীলঙ্কা। এবার দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে তাদের জয়ের বিকল্প নেই।
আগামীকালের এই ম্যাচটি সামনে রেখে আজ (সোমবার) সংবাদ সম্মেলনে এসেছিলেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তিনি বলেন, ‘এই ম্যাচটি (পাকিস্তানের বিপক্ষে) আমাদের ম্যাচটি জিততে হবে। আমাদের জন্য এখন জেতাটাই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে আমরা বাংলাদেশের কাছে বাজেভাবে হেরেছি। সেই ম্যাচের কথা ভুলে যেতে হবে এবং অন্যান্য ম্যাচের দিকে আমাদের মনোযোগ দিতে হবে। পরবর্তী দুটি ম্যাচে জিততে পারলে আমরা ফাইনালে উঠতে পারব।’
শ্রীলঙ্কা গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলেছে আবুধাবিতে। সেখানে প্রতিটি ম্যাচেই দ্বিতীয় ইনিংসে রান তাড়া করে জিতেছে তারা। তবে সুপার ফোরের ম্যাচটি হয়েছিল দুবাইয়ে। এই উইকেটেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সুবিধাজনক। তবে টসে হারায় বাংলাদেশ অধিনায়কের আমন্ত্রণে প্রথমে ব্যাট করতে হয়েছিল তাদেরকে।
এ প্রসঙ্গে আসালাঙ্কা বলেন, ‘গ্রুপ পর্বে আমরা তিনটি ম্যাচেই রান তাড়া করে জিতেছি। কিন্তু সুপার ফোরে আমাদের প্রথমে ব্যাট করতে হয়েছে। এখানে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সুবিধাজনক। কিন্তু আমরা তো আর টসের ওপর নির্ভর করতে পারি না। টস হারলে যা করার সেটা আমাদের করতে হবে। পেশাদার ক্রিকেটে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে।’
আগামীকাল (মঙ্গলবার) সুপার ফোরে তৃতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/২২সেপ্টেম্বর২৫/বিটি
