গত মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান। মিরপুরে অনুষ্ঠিত সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হয়েছিল টাইগারদের। তবে শেষ ম্যাচে জয় নিয়ে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বেঁচে যায় সফরকারীরা।
বাংলাদেশ সিরিজ শেষেই ওয়েস্ট ইন্ডিজ সফর করে পাকিস্তান। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে ইতোমধ্যে শেষ হয়েছে টি-টোয়েন্টি সিরিজ। যেখানে স্বাগতিকদের ২-১ ব্যবধানে হারিয়ে দিয়েছে সালমান আলী আগার দল।
সবমিলিয়ে সবশেষ দুই সিরিজের ৬টি ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশের কাছে সিরিজ হেরেছে তারা। তবে ওয়েস্ট ইন্ডিজের কাছে একটি হার এবং আগে বাংলাদেশের কাছে দুটো হার মেনে নিতে পারছেন না দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।
এই সাবেক ক্রিকেটার বলেন, ‘আমাদের ক্রিকেট অনেকটা অধারাবাহিক। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে আমরা যে ম্যাচগুলো হেরেছি, সেগুলো আমাদের হারা উচিত হয়নি।’
রশিদ মনে করেন পাকিস্তান দলে দারুণ প্রতিভা থাকা সত্ত্বেও সঠিক সিদ্ধান্তের অভাবে সাফল্য আসছে না, ‘আমাদের অধিনায়ক হয়ত ভালো করছেন, কিন্তু একজনের পক্ষে তিন ফরম্যাটেই সবসময় ভালো খেলে যাওয়া সহজ নয়। আমাদের অনেক প্রতিভা আছে। কিন্তু সঠিক সিদ্ধান্তের অভাবে এসব প্রতিভা কোনো কাজে আসছে না।’

পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। ছবি- সংগৃহীত
এদিকে এবারের এশিয়া কাপে একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তবে সম্প্রতি বিশ্ব লিজেন্ডস লিগে পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ বয়কট করে ভারত। যার মধ্যে একটি ছিল সেমিফাইনালের ম্যাচ। এ নিয়ে বিশ্ব ক্রিকেট অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। এবারের এশিয়া কাপ ভারত-পাকিস্তান ম্যাচটিও মাঠে গড়ানো নিয়ে শঙ্কা রয়েছে । তাই রশিদ লতিফের যাওয়া, কোনো সমস্যা ছাড়াই যেন এবারের টুর্নামেন্টটা শেষ হয়।
রশিদ বলেন, ‘এশিয়া কাপে ১৪ সেপ্টেম্বর আমরা ভারতের বিপক্ষে খেলব। এটা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। আমি আশা করি, এবারের এশিয়া কাপটা কোনো সমস্যা ছাড়া ভালোভাবে শেষ হয়।’
আগামী ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে পাকিস্তান। এরপর ১৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং ১৭ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে ম্যান ইন গ্রিনরা।
ক্রিফোস্পোর্টস/৫আগস্ট২৫/বিটি