Connect with us
ক্রিকেট

বোর্ড ও সরকারের সিদ্ধান্তই আমাদের মানা উচিত: শেখ মাহেদী

শেখ মাহেদী। ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। আইসিসি পরিষ্কার করে জানিয়েছে, টুর্নামেন্টে খেলতে হলে ভারতেই যেতে হবে। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে বিসিবিকে। এই পরিস্থিতিতে আজ দুপুর ৩টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

বৈঠকে যাওয়ার আগে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অফ স্পিনার শেখ মাহেদী। সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিশ্বকাপে খেলতে চাওয়াটা স্বাভাবিক, তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বোর্ড ও সরকারের।

তিনি বলেন, ক্রিকেটার হিসেবে কে না চায় বিশ্বকাপ খেলতে? অবশ্যই সবাই খেলতে চায়। কিন্তু এটা পুরোপুরি বোর্ড ও সরকারের সিদ্ধান্ত। তারা আমাদের অভিভাবক। তারা যেটা ভালো মনে করবেন, আমাদের সেটাই মেনে নেওয়া উচিত।



বিপিএলের ফাইনালের আগের দিন হলেও মাঠের বাইরের আলোচনায় ছাপ ফেলেছে বিশ্বকাপ ইস্যুই। বুধবার মিরপুরে ছিল চট্টগ্রাম রয়্যালসের শেষ অনুশীলন।

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক নিয়ে মাহেদী জানান, বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে বার্তা পাঠানো হয়েছে। তবে বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা সম্পর্কে তিনি কিছু জানেন না। কী বিষয়ে কথা হবে, তা এখনই বলা যাচ্ছে না। তিনি বলেন, বৈঠকে গেলে বিষয়টা পরিষ্কার হবে।

বাংলাদেশ দল শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলতে যাবে কি না, সে সিদ্ধান্তের অপেক্ষায় এখন ক্রিকেটার থেকে সমর্থক সবারই নজর বিসিবির পরবর্তী ঘোষণায়।

উল্লেখ্য, আইপিএলের মিনি নিলামে দীর্ঘক্ষণ কাড়াকাড়ির পর রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ফিজের সঙ্গে সেই চুক্তি বেশ বড় এক অর্জন হিসেবেই দেখা হচ্ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআইয়ের নির্দেশে ফিজকে ছাড়তে বাধ্য হয় কেকেআর।

এই ঘটনার পরই কড়া অবস্থান নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরানোর দাবিও জানানো হয় আইসিসির কাছে। কিন্তু একাধিক বৈঠক করেও কোনো সমাধানে আসা যায়নি। শেষ পর্যন্ত আইসিসি থেকে জানানো হয় বিশ্বকাপ খেলতে চাইলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে, অন্যথায় র‍্যাংকিংয়ে পরের দল সুযোগ পাবে। এ ব্যাপারে বাংলাদেশকে সিদ্ধান্ত জানাতে একদিন সময়ও বেঁধে দেওয়া হয়।

ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট