Connect with us
ফুটবল

‘দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি, দ্বিতীয় গোল করতে না পারায় খারাপ লাগছে’

"We played well in the second half, but I feel bad for not being able to score the second goal."
সমতায় ফেরার পর এভাবেই উল্লাসে মেতে ওঠেন জামাল। ছবি- বাফুফে

হংকংয়ের বিপক্ষে দুটো ম্যাচই বাংলাদেশের জন্য বড় আক্ষেপ হয়ে থাকবে। ঘরের মাঠে প্রথম ম্যাচে ড্র করেও শেষ কয়েক সেকেন্ডে গোল হজম করে পয়েন্ট হাতছাড়া করেছে বাংলাদেশ। এরপর অ্যাওয়ে ম্যাচে এক পয়েন্ট পেলেও সুযোগ পূর্ণ তিন পয়েন্ট নেওয়ার। তবে শেষ পর্যন্ত সেটা না পাওয়ায় আক্ষেপ রয়ে গেছে জামাল ভূঁইয়াদের।

গতকাল (মঙ্গলবার) হংকংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ম্যাচের ৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল হজমের পর ৮৪ মিনিটে রাকিবের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রতে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

তবে বাংলাদেশের সামনে পূর্ণ তিন পয়েন্ট নেওয়ার সুযোগ ছিল। ম্যাচের ৭৬তম মিনিটে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিনত হয়েছিল হংকং। এই সুযোগ কাজে লাগিয়ে পরের ৮ মিনিটের মাথায় সমতায় ফেরে বাংলাদেশ। এরপর অতিরিক্ত সময় মিলিয়ে ১২ মিনিটের মতো খেলার সুযোগ পেয়েছিল সফরকারীরা। তবে এই সময়ে আর দ্বিতীয় গোল দিতে পারেনি বাংলাদেশ। যে কারণে ড্রতেই শেষ হয়েছে ম্যাচটি।



হংকং ম্যাচ শেষে আজ দেশে ফিরেছেন জামালরা। দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আরেকটি গোল করতে না পারার আক্ষেপের কথা জানান জামাল। তিনি বলেন, ‘আমরা প্রথমার্ধে ভালো খেলতে পারিনি। তবে দ্বিতীয়ার্ধে যখন বদলি করা হয়, তখন আমরা ভালো খেলতে শুরু করি। দুর্ভাগ্যজনকভাবে আমরা এ ম্যাচে দ্বিতীয় গোল করতে পারিনি। এটা একটু খারাপ লাগছে। তবে দ্বিতীয়ার্ধে আমরা ভালো ফুটবল খেলেছি।’

এশিয়ান কাপ বাছাইয়ের পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আসন্ন এই ম্যাচে ভুলগুলো সুধরে নিতে চান জামালরা। প্রথমে যেন গোল হজম করে পিছিয়ে পড়তে না হয়, সেটাই চান জামাল। তিনি বলেন, ‘আমাদের পরের ম্যাচে প্রতিপক্ষ ভারত। এটা একটা ঐতিহাসিক দ্বৈরথ। আমরা এ ধরণের ম্যাচে গোল হজম করলে সমস্যা হয়। এখন লিগ ম্যাচ আছে, সেগুলো খেলার পর ভারতের বিপক্ষে ম্যাচের বিষয়ে চিন্তা করব।’

আগামী ১৮ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাছাইপর্বে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল