Connect with us
ফুটবল

আমাদের একজোট হতে হবে এবং ঝাঁপিয়ে পড়তে হবে : হামজা

Hamza Chowdhury
হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

সাউদাস্পটনের বিপক্ষে গতরাতে অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন হামজা চৌধুরী। তবে ম্যাচটি মোটেও ভালো যায়নি লেস্টার সিটির। ম্যাচের মাঝপথে ১০ জনের দলে পরিণত হওয়া হামজার লেস্টারকে ৩-০ গোলে উড়িয়ে দেয় সাউদাম্পটন।

হারের পর সতীর্থ আর সমর্থকদের উদ্দেশ্যে ঘুরে দাড়ানোর বার্তা দিয়েছেন অধিনায়ক হামজা চৌধুরী। পরের ম্যাচগুলোতে ঘুরে দাড়ানোর প্রত্যয় নিয়ে বলেন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জয়ের জন্য লড়তে হবে।

চ্যাম্পিয়ন্সলিগে সাউদাম্পটনের মাঠে ম্যাচের শুরুতেই দুই দফা পিছিয়ে পড়ে লেস্টার সিটি। ম্যাচের ১৮ ও ২৩ মিনিটে গোল হজম করে ০-২ গোলে পিছিয়ে যায় লেস্টার। এরপর ৩৩ মিনিটে লাল কার্ড দেখেন লেস্টারের ওলাবাদে আলুকো। আর তাতেই ১০ জনের দলে পরিনত হয় লেস্টার। ১১ মিনিট পর আরেক দফা পিছিয়ে পড়ে লেস্টার।



এই হারে ১৭ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে নেমে গেছে লেস্টার। শীর্ষে থাকা কভেন্ট্রি থেকে ১৬ পয়েন্ট পিছিয়ে হামজার দল। আর লেস্টারের সমান পয়েন্ট নিয়ে ১১ নম্বরে সাউদাম্পটন।

ম্যাচ শেষে হামজা চৌধুরী বলেন, আমাদের আরো বেশি শক্তিশালী হতে হবে। পরের ম্যাচগুলোতে ঐক্যবদ্ধ হয়ে জয়ের প্রত্যয় নিয়ে হামজা বলেন,  ‘আমাদের একজোট হতে হবে এবং ঝাঁপিয়ে পড়তে হবে। এটা শুধু আমাদের নিজেদের নয় সমর্থকদেরও প্রাপ্য। বিশেষ করে যারা সফল করে খেলা দেখতে এসেছেন তাদের জন্য।’

বড় হারে হতাশ লেস্টারের কোচ মার্টি সিফুয়েন্তেসও। ম্যাচ নিয়ে নিজের হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘রাতটা খুব হতাশার; ফলাফলও, পারফরম্যান্সও। প্রথম গোল আমাদের ওপর অনেক প্রভাব ফেলেছে। যদিও এটা পরিষ্কার অফসাইড, আমরা ঠিকমতো প্রতিক্রিয়া দেখাতে পারিনি। দীর্ঘ ভ্রমণ শেষে এখানে আসা সহজ নয়। আমাদের ভক্তদের সামনে এমন পারফরম্যান্স হতাশাজনক। শনিবার আবার চেষ্টা করব।’

আগামী শনিবার বাংলাদেশ সময় সন্ধা ৬টা ৩০ মিনিটে মাঠে নামবে হামজা চৌধুরীর লেস্টার সিটি। শনিবার হামজাদের প্রতিপক্ষ হামজার সাবেক ক্লাব শেফিল্ডে ইউনাইটেড।

ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল