Connect with us
ক্রিকেট

‘অনেক দলের কাছেই হেরেছি, নেদারল্যান্ডসের কাছে হেরে যেতেই পারি’

Bangladesh Cricket Team
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

আগামী মাসেই এশিয়া কাপের মতো বড় ইভেন্টে খেলতে নামবে বাংলাদেশ। মহাদেশীয় এই টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুত করার জন্য ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজের কোনো ম্যাচে লিটনরা হেরে গেলে হিতে বিপরীত হবে কিনা, সেই শঙ্কাও রয়েছে। 

তবে এ নিয়ে ভাবছেন না লিটন। এই সিরিজের কোন ম্যাচে হেরে গেলেও তা এশিয়া কাপে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন এই টাইগার দলপতি। তার মতে, খেলায় জয়-পরাজয় থাকবেই, তবে দল কেমন খেলেছে সেটাই তার কাছে গুরুত্বপূর্ণ।

সিরিজটি সামনে রেখে সিলেটে আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে এসেছিলেন লিটন দাস। এ সময় তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সব দলই সমান। আমরা সবসময় জেতার জন্যই খেলি। ভবিষ্যতেও যতগুলো ম্যাচ খেলব সব জেতার জন্যই খেলতে নামবো। এর আগেও অনেক দলের কাছে হেরেছে বাংলাদেশ। এটা নতুন কিছু না। যদি এই সিরিজে হেরে যাই, হেরে যেতেই পারি। দুইটা দলই খেলতে এসেছে, যেকোনো একটা দল জিতবে। আমার কাছে মুখ্য কতটা ভালো ক্রিকেট খেলতে পেরেছি সেটা।’



নেদারল্যান্ডসের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে জয় পেয়েছিল টাইগাররা। সবমিলিয়ে ৫ দেখায় চারটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। তাছাড়া খেলা হবে বাংলাদেশের ঘরের মাঠে। তাই ফেবারিট দল হিসেবেই খেলতে নামবেন লিটনরা।

তবে বছর দুয়েক আগেই নেদারল্যান্ডসের বিপক্ষে হারের তিক্ত স্বাদ রয়েছে বাংলাদেশের। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে হেরেছিল তারা। তবে সেটা ছিল ভিন্ন ফরম্যাটে। তাই এটা নিয়ে ভাবার কথাও নয় লিটনদের।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর যথাক্রমে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হবে। এই সিরিজ খেলেই এশিয়া কাপের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/২৮আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট