
ঘরের মাঠে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রথম দুই ওয়ানডের জন্য বেশ শক্তিশালী দল ঘোষণা করেছিল বিসিবি। জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে এমন ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল। এবার মাঠের খেলায়ও সেই শক্তিমত্তার জানান দিয়েছেন এনামুল হক বিজয় ও নুরুল হাসান সোহানরা।
সোমবার (৫ মে) সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেটে আগে ব্যাটিং করে ১৪৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড ‘এ’ দল। জবাবে ব্যাট করতে নেমে ২৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নুরুল হাসান সোহানের দল।
প্রথম ওয়ানডেতে দাপুটে জয় নিয়ে কথা বলেন সোহান । দল হিসেবে ভালো করার কারণেই এমন জয় এসেছে বলে মনে করেন ‘এ’ দলের অধিনায়ক। তিনি বলেন, ‘আমার মনে হয় দল হিসেবে পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ। শুরুতে বোলিং ইউনিট অবশ্যই কাজটা আমাদের জন্য সহজ করে দিয়েছে। সবমিলিয়ে যদি বলেন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—আমরা যেহেতু ৭ উইকেটে জিতেছি, দল হিসেবে ভালো খেলেই জিতেছি।’
আরও পড়ুন:
» শ্রীলঙ্কায় জয়রথ থামল বাংলাদেশের, বাড়ল সিরিজ জয়ের অপেক্ষা
» প্রথমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটারের তালিকায় মিরাজ
এমন দাপুটে জয়ের পর সোহানের কণ্ঠে ঝরেছে আত্মবিশ্বাসের বার্তা। এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘গতকালও আমি বলেছি আমরা এখানে শিখতে আসিনি, ম্যাচ জিততে এসেছি। ম্যাচ জেতার জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো। খেলায় জয়-পরাজয় থাকববেই। আমরা ম্যাচ জেতার মানসিকতা নিয়ে সবসময় মাঠে আসতে চাই।’
এছাড়া বোলারদের আলাদা প্রশংসা করে সোহান বলেন, ‘আমি টসের সময় বলেছিলাম এই উইকেটে সঠিক চ্যানেলে বল করাটা গুরুত্বপূর্ণ। খালেদ এবং শরিফুল প্রথম থেকেই সঠিক চ্যানেলে বোলিং করেছে।’
আগামী ৭ মে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের।
ক্রিফোস্পোর্টস/৫মে২৫/বিটি
