বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত এককথায় দুর্দান্ত বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বের চার ম্যাচেই জয়, এরপর সুপার সিক্সের প্রথম ম্যাচ জিতেই নিশ্চিত করেছে ইংল্যান্ড বিশ্বকাপে খেলার টিকিট। টানা পাঁচ ম্যাচ জিতে টুর্নামেন্টে এখনও অপরাজিত দুই দলের একটি বাংলাদেশ, অন্যটি নেদারল্যান্ডস।
এই ধারাবাহিক সাফল্যের মাঝেই আত্মবিশ্বাসী লেগ স্পিনার রাবেয়া খান। স্কটল্যান্ডের বিপক্ষে ৩০ জানুয়ারির ম্যাচ সামনে রেখে বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় নিজের অনুভূতি জানিয়েছেন তিনি।
রাবেয়ার কথায়, বাছাইপর্ব সবসময়ই চাপের। ছোট ভুলেও ছিটকে পড়ার ঝুঁকি থাকে। তবে এবার দল কঠিন পরিস্থিতি সামলে নিয়েছে দৃঢ়ভাবে। তিনি বলেন, আমরা ডমিনেট করেই পাঁচ ম্যাচ জিতেছি। বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পেরে খুব ভালো লাগছে।
স্কটল্যান্ডকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলেও জানিয়ে দিয়েছেন রাবেয়া। তার মতে, বাংলাদেশ এখানে এসেছে শিরোপার লক্ষ্য নিয়েই। তবে সেই লক্ষ্য অর্জনে প্রতিটি ম্যাচ খেলতে হবে পরিকল্পনা মেনে। তিনি আরও বলেন, আমরা কাউকে ছোট করে দেখছি না। নিজেদের প্রসেস ঠিক রাখাই মূল লক্ষ্য।
ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট এই লেগ স্পিনার। টুর্নামেন্টজুড়ে নিয়ন্ত্রিত বোলিংয়ে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু এনে দিয়েছেন তিনি। দলের সামগ্রিক অবস্থান নিয়েও আশাবাদী রাবেয়া। তার মতে, ব্যাটার-বোলার সবাই ছন্দে আছে, র্যাঙ্কিংয়েও উন্নতি হচ্ছে। এই ধারাটা ধরে রাখতে পারলে সামনে আরও ভালো কিছু সম্ভব।
স্কটল্যান্ড ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে তাই আত্মবিশ্বাসের ঘাটতি নেই। বিশ্বকাপ নিশ্চিতের স্বস্তি থাকলেও লক্ষ্য এখন স্পষ্ট ট্রফি জিতেই দেশে ফেরা।
এর আগে নেপালের মুলাপানিতে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের অবস্থান নিশ্চিত করে বাংলাদেশের নারীরা। টানা পাঁচ জয়ের ফলে সুপার সিক্সের বাকি ম্যাচগুলোতেও বাড়তি আত্নবিশ্বাস পাবে বাঘিনীরা। ব্যাটে বড় জুটি, বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স সব মিলিয়ে এবারের বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের বাঘিনীরা অসাধারণ ভূমিকা রাখছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সামনের ম্যাচগুলোতেও ইতিবাচক ফলাফল আসতে পারে।
ক্রিফোস্পোর্টস/২৯জানুয়ারি২৬/টিএ
