Connect with us
ফুটবল

আমরা সবাই শোকাহত, এ জয় উৎসর্গ করলাম

SAFF U20 women's championship bangladesh morne
চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আবারও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন ফরোয়ার্ড সাগরিকা। তার প্রথম গোল এবং জয় উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনকারী বিমান বিধ্বস্তে হতাহতদের প্রতি।

ম্যাচ শেষে সাগরিকা বলেন, আমি প্রথমে যে গোলটা করেছি, সেটা তাদের উৎসর্গ করেছি। আসলে দুঃখজনক যে বিমান দুর্ঘটনায় অনেকে মারা গেছে, অনেকে আহত হয়েছে। আমরা সবাই শোকাহত। খুব কষ্ট লাগছে যে বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটেছে।

চ্যাম্পিয়নশিপে দারুণ ছন্দে ছিলেন সাগরিকা। করেছেন ৮ গোল, হয়েছেন ফাইনালের সেরা খেলোয়াড়। সাফল্যে উচ্ছ্বসিত এই তরুণী জানান, আসলে অনেক ভালো লাগছে। এখন ফুটবল সবাই দেখছে। বাংলাদেশের লোকজন যদি এভাবে সমর্থন দিয়ে যায়, আমরা আরও এগিয়ে যাব।


আরও পড়ুন 

» সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে কে জিতলেন কোন পুরস্কার

» বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা (২২ জুলাই ২৫)


তবে এই সাফল্যের পথটা একটানা সহজ ছিল না তার জন্য। নেপালের সিমরান রায়ের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে লাল কার্ড দেখায় তিন ম্যাচ নিষিদ্ধ ছিলেন তিনি। সেই সময়টা সহজ ছিল না, কিন্তু সেখান থেকেই আরও দৃঢ় প্রত্যয়ে ফিরেছেন সাগরিকা।

অবশ্যই একটু মন খারাপের বিষয় ছিল। আমি যদি তিনটা ম্যাচ খেলতে পারতাম, তাহলে সর্বোচ্চ গোলদাতা হতাম। কিন্তু তিন ম্যাচ না খেলেও সেরা খেলোয়াড় হয়েছি, তাতে অনেক খুশি।

ঘটনাটি তার মনে জেদ তৈরি করেছে বলেও জানান তিনি- আসলে ওই ঘটনার পর আমার একটা জেদ কাজ করছিল ভালো করার। সেই ঘটনা থেকে শিক্ষা পেয়েছি। আমাদের স্ট্রাইকারদের শান্ত থাকতে হবে।

বিমান দুর্ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশ দলের প্রধান কোচ পিটার বাটলারও আনন্দ থেকে দূরে ছিলেন। ম্যাচ শেষে তিনি বলেন, এটা উদ্‌যাপনের সময় নয়, যখন কেউ তার প্রিয়জন বা সন্তানকে হারায়। আমরা নিহত ও আহত ব্যক্তিদের জন্য প্রার্থনা করি।

ক্রিফোস্পোর্টস/২২জুলাই২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল