
জিতলেই প্রায় ছয় বছর পর এশিয়া কাপের ফাইনালে উঠবে বাংলাদেশ, এমন সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে পারল না টাইগাররা। ১৩৬ রান তাড়া করতে নেমে নিজেদের ব্যাটিং ব্যর্থতায় ১১ রানে পরাজিত হয় লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ ম্যাচ হারলেও নিজেদের প্রতিভা দেখিয়ে পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের প্রশংসা কুড়িয়েছেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন।
গতকাল ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ওয়াসিম আকরাম বাংলাদেশকে মিস করার কথাও জানিয়েছেন। গণমাধ্যমকে শুরুতেই তিনি বলেন, ‘প্রথমেই বাংলাদেশের সবাইকে আসসালামু ওয়ালাইকুম। আমি সেখানে (বাংলাদেশে) ১০ বছর ধরে যাই না। বাংলাদেশকে আমি মিস করি, সেখানের মানুষ, খাবার, বন্ধুবান্ধবদের মিস করি। আশা করি দ্রুতই সেখানে যাব।’
এরপর ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘ব্যাটিংটাই ভুগিয়েছে তাদের (বাংলাদেশকে)। বোলিংয়ে তো ভালোই করলো। ১৩৫ রানের মধ্যে পাকিস্তানকে আটকে দিয়েছে। প্ল্যান হওয়া দরকার ছিল নতুন বলে দেখে খেলা। ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪০ রান নিলেই হতো। তবে প্রথম ৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ফেললে, বিশেষ করে পাকিস্তানের মত বোলিং আক্রমণের বিপক্ষে, সেটা কঠিন। শাহীন (শাহ আফ্রিদি) ভালো বল করেছে।’
লিটনের অনুপস্থিতিকেও বাংলাদেশের হারের বড় কারণ হিসেবে দেখছেন ওয়াসিম আকরাম। তিনি বলেন, ‘সিলি শট খেলে আউট হয়েছে তারা। পাশাপাশি অধিনায়ককে (লিটন দাস) মিস করেছে বাংলাদেশ, যে কিনা দারুণ ফর্মে ছিল। চোটে পড়েছে সে, যা আপনার নিয়ন্ত্রণে ছিল না। এখানেই তারা হেরেছে।’
বাংলাদেশ হারলেও তাসকিন-রিশাদের প্রশংসা করে তিনি বলেছেন, ‘তাসকিন। গত ২-৩ বছরে সে দারুণ করছে। সে যেভাবে বল করে উইকেট নেয়, সেই দলের মূল বোলার। মুস্তাফিজুরও বেশ ভালো। এছাড়া রিশাদও দুর্দান্ত। তাকে এবার পিএসএলে দেখেছি লাহোর কালান্দার্সে, দারুণ বল করেছে। অনেক প্রতিভাবান এবং একজন গান (চটপটে) ফিল্ডার। সামনে উজ্জ্বল ভবিষ্যৎ তার।’
উল্লেখ্য, আগামী রোববার রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ ফাইনাল। যেখানে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই বিগ ম্যাচের আগে আজ রাতে সুপার ফোরের শেষ নিয়ম রক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। এদিকে সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ সূচনার পরেও ভারত ও পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৫/এফএএস
