Connect with us
অন্যান্য

বাংলাদেশের দাবা অঙ্গনে সর্বকনিষ্ঠ ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা

Warisa Haider is the youngest female candidate master in the chess arena of Bangladesh.
বাংলাদেশের দাবা অঙ্গনে সর্বকনিষ্ঠ ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার। ছবি: সংগৃহীত

বাংলাদেশের দাবা অঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি করেছে ৯ বছর বয়সী ওয়ারিসা হায়দার। দেশের সর্বকনিষ্ঠ নারী ক্যান্ডিডেট মাস্টারের খেতাব অর্জন করেছেন তিনি।

সোমবার বিশ্ব দাবা ফেডারেশন (ফিদে) থেকে বাংলাদেশ দাবা ফেডারেশন ওয়ারিসার টাইটেল সনদ গ্রহণ করেছে।

গত বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের নারীদের অনূর্ধ্ব-৮ বিভাগে অংশ নিয়ে ওয়ারিসা তৃতীয় স্থান অর্জন করেছিল।

আরও পড়ুন:

» নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

» বাংলাদেশ সফরের আগে দুঃসংবাদ পেল পাকিস্তান

এশিয়ান বয়স ভিত্তিক দাবায় খেতাব অর্জনের জন্য প্রয়োজনীয় ১ হাজার ৮০০ রেটিং পয়েন্ট তখন তার ছিল না বলে সনদ পেতে দেরি হয়। চলতি বছরের জুলাইয়ে তার রেটিং ১ হাজার ৮০০ পূর্ণ হওয়ায় অবশেষে সে এই মর্যাদাপূর্ণ খেতাব লাভ করে।

সাধারণত নারী ক্যান্ডিডেট মাস্টার হতে ২ হাকার রেটিং পয়েন্টের প্রয়োজন হয়। তবে, এশিয়ান বা অন্য কোনো বড় টুর্নামেন্টে প্রথম থেকে তৃতীয় স্থান অর্জন করলে ১ হাজার ৮০০ রেটিং পয়েন্টেই এই খেতাব পাওয়া যায়।

ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য