Connect with us
ক্রিকেট

কেন্দ্রীয় চুক্তিতে অবনমনের পথে বিরাট-রোহিত

Virat and Rohit
রোহিত শর্মা ও বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

আগামী এক বছরের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বেশ কিছু বড় পরিবর্তন আসতে পারে এবারের চুক্তিতে। রোহিত শর্মা ও বিরাট কোহলির গ্রেড অবনমন এবং শুভমান গিলকে শীর্ষ স্তরে উন্নীত করা সহ আরও কিছু গুঞ্জন শোনা যাচ্ছে ক্রিকেট পাড়ায়।

সাধারণত বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি ফেব্রুয়ারি-মার্চে ঘোষণা করা হয়। তবে চলতি মৌসুমে এখনও শেষ না হওয়া সত্ত্বেও এবার বিসিসিআই একটু আগেভাগেই চুক্তি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। গতবার চুক্তি এপ্রিল পর্যন্ত বিলম্বিত হয়েছিল।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় রোহিত ও কোহলি সর্বোচ্চ গ্রেড থেকে নেমে আসতে পারেন। গিলকে মধ্যম গ্রেড থেকে শীর্ষ স্তরে উন্নীত করা হতে পারে। তিনি ইতিমধ্যেই ভারতীয় টেস্ট এবং ওয়ানডে দলের অধিনায়ক। গ্রেড অবনমন হতে পারে জসপ্রিত বুমরাহরও।টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় জাদেজার গ্রেডেরও অবনমনের সম্ভাবনা রয়েছে।



এছাড়াও জোরালো গুঞ্জন রয়েছে, কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন পূর্ব বাংলার দুই পেসার মোহাম্মদ শামি ও মুকেশ কুমার। শামি মার্চ থেকে জাতীয় দলের হয়ে ক্রিকেটে খেলেননি, আর মুকেশের শেষ ম্যাচ ছিল ২০২৪ সালের জুলাইয়ে।

তিলক বর্মা, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, ধ্রুব জুরেল ও হারশিত রানারা সবশেষ চুক্তি থেকে উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছেন। তাঁরা দুই বা তিন ফরম্যাটের খেলোয়াড় হিসেবে বিবেচিত হতে পারেন। এখন আর সীমিত দলের খেলোয়াড় নন তাঁরা।

ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট