Connect with us
ক্রিকেট

মাঠে না নেমেই বিরাট কোহলির বিরল কীর্তি, গড়লেন বিশ্বরেকর্ড

virat kohli
বিরাট কোহলি

ভারতের হয়ে টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। এখন শুধু এক দিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেটে দেখা যাবে তাকে। যদিও আপাতত মাঠের বাইরে রয়েছেন তিনি, তবু গড়েছেন বিশ্বরেকর্ড।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ছোট ফরম্যাটকে বিদায় জানান কোহলি। কিন্তু অবসরের পরও তার রেটিং পয়েন্ট বেড়েছে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে। আগে এই ফরম্যাটে তার সর্বোচ্চ রেটিং ছিল ৮৯৭, সেটি বেড়ে হয়েছে ৯০৯। আইসিসি-র সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে এই তথ্য প্রকাশিত হয়।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রেটিং রয়েছে ইংল্যান্ডের ডাওইড মালানের (৯১৯)। দ্বিতীয় স্থানে ভারতের সূর্যকুমার যাদব (৯১২)। তৃতীয় স্থানে এখন কোহলি (৯০৯)।


আরও পড়ুন

» কেন এত ফুটবলাররা ১০ নম্বর জার্সি পরতে চায়?

» জিম্বাবুয়ে-নিউজিল্যান্ডের ম্যাচসহ আজকের খেলা (১৮ জুলাই ২৫)


টেস্ট ক্রিকেটে কোহলির সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল ৯৩৭, যা তিনি অর্জন করেন ২০১৮ সালে ইংল্যান্ড সফরে প্রায় ৬০০ রান করার পর। একই বছর ওয়ানডে-তেও তিনি সর্বোচ্চ ৯০৯ রেটিং পয়েন্টে পৌঁছান।

এবার টি-টোয়েন্টিতেও ৯০০ ছাড়িয়ে গেল তার রেটিং। ফলে বিরাট কোহলি এখন বিশ্বের একমাত্র ক্রিকেটার, যিনি তিন ফরম্যাটেই ৯০০-এর বেশি রেটিং পয়েন্টের মালিক। এই কীর্তি আর কারও নেই।

এ বছরের আইপিএলের মাঝপথে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। কিছুদিন পর একই পথে হাঁটেন কোহলি। সাম্প্রতিক বছরগুলোতে লাল বলের ক্রিকেটে কোহলির পারফরম্যান্স তুলনামূলক দুর্বল ছিল। দেশের মাটিতে নিউজিল্যান্ড ও পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে উল্লেখযোগ্য রান পাননি তিনি। ইংল্যান্ড সফরের স্কোয়াডে তাকে রাখা হবে কি না, সেই জল্পনার মধ্যেই অবসর ঘোষণা করেন।

বর্তমানে কোহলি কেবল ওয়ানডে ফরম্যাটেই সক্রিয়। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন তিনি ও রোহিত শর্মা। তাদের লক্ষ্য বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা।

তবে তার আগেই আন্তর্জাতিক ক্রিকেটে বিরল এক কীর্তির মালিক হয়ে ইতিহাসে জায়গা করে নিলেন বিরাট কোহলি।

ক্রিফোস্পোর্টস/১৮জুলাই২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট