
টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের পর ওয়ানডে ফরম্যাটে ভিরাট কোহলির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এবার এই তারকা ব্যাটারকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) থেকে তার সম্ভাব্য বিদায় নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়েছে।
গুঞ্জনের কারণ, কোহলি নাকি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে নতুন ‘বাণিজ্যিক চুক্তি’ সই করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে এর সত্যতা সম্পর্কে এখন জানা যায়নি।
সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ ইনস্টাগ্রামে এক ভিডিওতে জানিয়েছেন, কোহলি বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই ক্যারিয়ার চালিয়ে যাবেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আইপিএলে নিজের প্রথম ও শেষ ম্যাচ দুটিই বেঙ্গালুরুর হয়ে খেলবেন।
ভিডিও তে কাইফ বলেন, ‘অনেকে জানতে চাইছেন ভিরাট কোহলি কি আইপিএল থেকে অবসর নিচ্ছেন? না, একদমই না। কোহলি প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি প্রথম ও শেষ ম্যাচ বেঙ্গালুরুর হয়ে খেলবেন।’
চুক্তি স্বাক্ষর না করার গুঞ্জন নিয়ে কাইফ বলেন, ‘আসলে এখানে দুটি আলাদা চুক্তি থাকে। একটি খেলোয়াড়ের চুক্তি, আরেকটি বাণিজ্যিক চুক্তি। খেলোয়াড় হিসেবে কোহলির চুক্তি কিন্তু বহাল রয়েছে।’
বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর না করা নিয়ে কাইফ বলেন, ‘আরসিবির মালিকানা পরিবর্তন হতে পারে বলে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেননি কোহলি। যদি নতুন মালিক আসে, তাহলে তাদের হাতে নিয়ন্ত্রণ থাকবে, আর তখন নতুন করে আলোচনার প্রয়োজন হবে। এসব পর্দার আড়ালের বিষয় আমরা বিস্তারিত জানি না। কোহলি মূলত অপেক্ষা করছেন পুরো পরিস্থিতি পরিষ্কার হওয়ার জন্য।’
কোহলি আইপিএলের প্রথম আসর ২০০৮ সাল থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত। দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালে তিনি প্রথমবারের মতো আরসিবিকে শিরোপা জিতিয়েছেন।
কোহলি এখন বেঙ্গালুরু দলের অধিনায়ক না হলেও পুরো দলের পরিকল্পনা মূলত তাকে ঘিরেই সাজানো হয়। তাই দলের জন্য তার থাকা, না থাকায় একটি বড় বিষয়।
ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৫/এআই
