
বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ভালো সময় কাটছেন না বিরাট কোহলির। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও কোনো রান করতে পারেননি বিরাট।
আজ অ্যাডিলেডে শূন্য রানে আউট হওয়ার মাধ্যমে অস্বস্তিকর রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট। প্রথমবারের মতো টানা দুই ম্যাচে কোনো রান না করেই আউট হলেন বিরাট। এছাড়াও বর্তমানে খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানের আউট হওয়ার রেকর্ডও তার।
এখন পর্যন্ত ৬১৯ ইনিংসের ব্যাট করে ৪০ বার শূন্য রানে আউট হয়েছেন এই ভারতীয় ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে খেলার চালিয়ে যাওয়া কোনো ব্যাটারের নেই এত ‘ডাক’
৩৭০ ইনিংসে ৩৬ বার শূন্য রানে আউট হয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন শ্রীলঙ্কান উইকেটকিপার ব্যাটার কুশল মেন্ডিস।
১০৮ ইনিংসে ৩৫ বার শূন্য রানে আউট হয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরা। ৫৩৪ ইনিংসে ৩৪ বার শূন্য রানে আউট হয়ে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছেন আরেক ভারতীয় রোহিত শর্মা।
৫৩০ ইনিংসের ৩৩ বার শূন্য রানে আউট হয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছেন বাংলাদেশী উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম।
এছাড়াও তালিকায় রয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার, ক্যারিবিয়ান পেসার কেমার রোচ, কিউয়ি ব্যাটার রস টেলর, আরেক কিউয়ি ব্যাটার টম লাথাম এবং প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।
ক্রিফোস্পোর্টস/২৩অক্টোবর২৫/এআই
