Connect with us
ফুটবল

আলোনসোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রিয়াল ছাড়ার হুমকি ভিনির

ভিনিসিয়ুস ও আলোনসো
ভিনিসিয়ুস ও আলোনসো। ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে খুব একটা ভালো সময় পার করছেন না ভিনিসিয়ুস জুনিয়র। মৌসুমের ১৩ ম্যাচের মাত্র ৩ ম্যাচে সুযোগ পেয়েছেন ৯০ মিনিট খেলার। 

ম্যাচে পর্যাপ্ত সময় না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ভিনি। তবে, রোববার এল-ক্লাসিকো তে ৭২ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় ভিনির আচরণ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সংবাদমাধ্যম ইএসপিএনের মতে, ভিনিসিয়ুস ও জাবি আলোনসোর সম্পর্ক এখন বেশ খারাপের দিকে। ক্লাবের ঘনিষ্ট সূত্রমতে, ক্লাসিকোতে বদলি হিসেবে তুলে নেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশের পর সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হয়েছে। মৌসুমের শুরু থেকেই একের পর এক ম্যাচে ভিনিসিয়ুসকে শুরুর একাদশের বাইরে রেখেছিলেন আলোনসো। তাতেই সম্পর্কের টানাপোড়ন শুরু হয়েছে ভিনির সাথে।



বার্সার বিপক্ষে ম্যাচে ৭২ মিনিটে রদ্রিগোকে নামিয়ে তুলে নেওয়া হয় ভিনিসিয়ুসকে। বদলি হওয়ার সময় ক্ষুব্ধ হয়ে ভিনি বলেন, ‘সব সময় আমি! আমি দল ছাড়ছি! আমি গেলে যদি ভালো হয়, আমি যাচ্ছি।’ এরপর বেঞ্চে না বসে সরাসরি টানেল ধরে চলে যান। যদিও পরে আবার ফিরে এসেছেন।

ইএসপিএন আরো জানিয়েছে, ভিনিসিয়ুসের ঘনিষ্ঠরা মনে করেন আলোনসো আসলে ভিনি কে পছন্দ করেন না। রিয়ালের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ থাকলেও এর মধ্যে নতুন চুক্তির গুঞ্জন উঠেছে এবং সেই প্রক্রিয়া থেমে আছে।

ক্লাসিকো জয়ের পর খেলোয়াড়দের দু’দিনের বিশ্রাম শেষে বুধবার অনুশীলনে ফিরবে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, তিনি ভিনিসিয়ুসের সঙ্গে তার প্রতিক্রিয়া নিয়ে কথা বলবেন।

আলোনসো বলেন, ‘আমি ম্যাচের ইতিবাচক দিকগুলোর ওপরই মনোযোগ দিতে চাই, ভিনিরও ভালো কিছু মুহূর্ত ছিল। ওর প্রতিক্রিয়া নিয়ে অবশ্যই কথা হবে, তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে মনোযোগ সরাতে চাই না।’

ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল