Connect with us
ফুটবল

ব্রাজিল দল থেকে বাদ পড়লেন ভিনিসিয়ুস, স্কোয়াডে থাকছেন কারা?

শেষ রাউন্ডের দুটি ম্যাচে দেখা যাবে না ভিনিসিয়ুসকে। ছবি- সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্ব এখনো শেষ হয়নি। আগামী সেপ্টেম্বরে শেষ দুই রাউন্ডের ম্যাচ খেলবে লাতিন আমেরিকার দেশগুলো। এই অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনার পর দল ঘোষণা করেছে ব্রাজিলও। কিন্তু এই দলে রয়েছে বড় চমক।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির দলে ঠাঁই হয়নি রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের। বাছাই পর্বের শেষ দুই রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি ও বলিভিয়া। পয়েন্টস টেবিলের তলানির দিকে থাকা এই দুই প্রতিপক্ষের বিপক্ষে দল নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাতে পারেন আনচেলত্তি।

আগামী ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর শেষ রাউন্ডে বলিভিয়ার মুখোমুখি হবে আনচেলত্তির দল। প্রথম ম্যাচটি ঘরের মাঠে হলেও শেষ ম্যাচটি অবশ্য প্রতিপক্ষ বলিভিয়ার মাঠে খেলতে হবে তাদের।



ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর তথ্য অনুযায়ী, আনচেলত্তি এরই মধ্যে প্রাথমিক দল চূড়ান্ত করে ফেলেছেন। এমনকি স্কোয়াডে জায়গা পাওয়া খেলোয়াড়দের ক্লাবকেও বিষয়টি জানিয়েছেন তিনি। আগামী সোমবার (২৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হবে।

এই দুই ম্যাচের স্কোয়াডে সবচেয়ে বড় চমক হয়ে আসছে ভিনির অনুপস্থিতি। মূলত প্যারাগুয়ের বিপক্ষে গত রাউন্ডে হলুদ কার্ড দেখায় দুই হলুদ কার্ড হয়ে গেছে তার নামের পাশে। ফলে চিলির বিপক্ষে ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না তিনি। বলিভিয়ার বিপক্ষেও তার জায়গায় অন্য কাউকে সুযোগ দিতে চান আনচেলত্তি।

এছাড়া, প্রাথমিক দলের হয়ে ফিরতে পারেন নেইমার। ২০২৩ এর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে খেলতে গিয়ে এসিএল ইনজুরিতে পড়ার পর আর ব্রাজিলের জার্সিতে দেখা যায়নি সান্তোস তারকাকে। এসিএলের ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা রিয়াল মাদ্রিদ তারকা এদার মিলিতাও–ও ডাক পেতে যাচ্ছেন। দলে ফিরতে পারেন রিয়ালের আরেক তারকা রদ্রিগো–ও।

সান্তোসের গোলপোস্ট সামলানো গ্যাব্রিয়েল ব্রাজাওকে দেখা যেতে পারে প্রাথমিক দলে। ব্রাজিলের ঘরোয়া লিগের আরও বেশ কয়েকজন খেলোয়াড়ের ডাক পাওয়ার সম্ভাবনা আছে। তারা হলেন–বোতাফাগো ও ভাস্কোর দুই ফুলব্যাক ভিতিনিয়ো ও পাওলো হেনরিকে, বোতাফাগোর মিডফিল্ডার দানিলো, সাও পাওলোর মিডফিল্ডার মারকোস আন্তোনিও এবং ক্রুজেইরোর ফরোয়ার্ড কাইও জর্জে।

৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬ টায় ব্রাজিল-চিলি ম্যাচ। ১০ সেপ্টেম্বর ভোর সাড়ে পাঁচটায় বলিভিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ক্রিফোস্পোর্টস/১৯আগস্ট২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল