Connect with us
ফুটবল

জন্মদিনের পার্টিতে উচ্চস্বরে গান বাজানোয় ভিনিসিয়ুসের বিরুদ্ধে মামলা

জন্মদিনের পার্টিতে ভিনিসিয়ুস
জন্মদিনের পার্টিতে ভিনিসিয়ুস

জন্মদিনের পার্টিতে উচ্চস্বরে গান বাজিয়ে এবং হইহুল্লোড় করে প্রতিবেশীদের শান্তি বিনষ্টের অভিযোগে ব্রাজিলিয়ান ও রিয়াল মাদ্রিদ ফুটবল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত ১২ জুলাই ২৫ বছরে পা দেওয়া এই তারকা রিও ডি জেনিরোর ভারজেম গ্রান্দের লাজেদো পার্টি হাউসে নিজের ২৫তম জন্মদিন উদযাপন করেন। ভিনিসিয়ুসের জন্মদিনের পার্টি গত ১৯ জুলাই শুরু হয়ে ২১ জুলাই ভোর চারটায় শেষ হয়।

ভিনির বিরুদ্ধে মামলা হওয়ার খবরটি জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’। ভিনিসিয়ুসকে বিরুদ্ধে পুলিশ স্টেশনে অভিযোগটি করেছেন আন্তোনিও জোসে দি সুজা নামে স্থানীয় এক ব্যক্তি। আন্তোনিওর দাবি, ‘পার্টিতে উচ্চ স্বরে গান বাজানো হয় এবং হইহুল্লোড়ে শুধু আন্তোনিওর নিজের নয়, আশপাশের প্রতিবেশীদেরও অসুবিধা হয়েছে।’



আন্তোনিও আরও জানিয়েছেন, ‘ভিনিসিয়ুসের পার্টিতে আলোকসজ্জার রশ্মি, শব্দযন্ত্রের উচ্চ স্বর, চিৎকার-চেঁচামেচি সহ্যের মাত্রা ছাড়িয়ে যাওয়ায় মিলিটারি পুলিশ ডাকা হয়েছিলো। মিলিটারি পুলিশ ভিনির পার্টিতে গিয়ে তাঁকে উচ্চ স্বরে গান বাজানো বন্ধ করতে কিংবা গানের সাউন্ড কমাতে বলে। ভিনি তখন নির্দেশ মানলেও পুলিশ চলে যাওয়ার পর আবারও আগের মতো উচ্চ স্বরে গান বাজানো শুরু হয় জন্মদিনের উৎসবে।’

ব্রাজিলের আরজে কোর্ট অব জাস্টিসের বরাত দিয়ে সিএনএন ব্রাজিলের মতে, মামলাটি ব্রাজিলের নবম বিশেষ আদালতে প্রক্রিয়াধীন। আগামী ৬ নভেম্বর শুনানি হবে।

সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ মামলার বিষয়ে ভিনির সঙ্গে যোগাযোগ করলে রিয়াল তারকার প্রেস অফিস থেকে বলা হয়েছে, মামলার বিষয়ে ভিনি এখনো কোনো নোটিশ পাননি। সিএনএন ব্রাজিলের পক্ষ থেকে ভিনির আইনজীবীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। এ বিষয়ে এখনো পর্যন্ত তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ব্রাজিলের আইন অনুযায়ী, অন্যদের কাজে কিংবা শান্তিতে বিঘ্ন ঘটালে ১৫ দিন থেকে সর্বোচ্চ তিন মাস কারাবাসের শাস্তির পাশাপাশি জরিমানাও হতে পারে।ভিনির জন্মদিনের পার্টিতে যুক্তরাষ্ট্রের র‌্যাপার ট্রাভিস স্কট সেখানে পারফর্ম করেন। অতিথিদের মধ্যে ছিলেন তাঁর রিয়াল সতীর্থ এদুয়ার্দো কামাভিঙ্গা ও ব্রাজিলের পপ তারকা আনিত্তা।

ক্রিফোস্পোর্টস/১৬অক্টোবর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল