
ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোল আর কিলিয়ান এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এতে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে দলটি। তবে ম্যাচের শেষে এমবাপ্পের চোট রিয়ালের জন্য নতুন চিন্তার কারণ তৈরি করেছে।
বার্নাব্যুতে ম্যাচের প্রথমার্ধে আশানুরূপ ফলাফল দিতে পারেনি রিয়াল। কিন্তু বিরতির পর খেলা শুরুর ৯০ সেকেন্ডের মাথায় ভিনিসিয়াস দলকে এগিয়ে নেন। এমবাপ্পের পাস থেকে পাওয়া বলে বক্সে ঢুকে শট নেন তিনি, যা প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে জালে চলে যায়।
ম্যাচের ৬৯তম মিনিটে রাফা মারিনের ফাউলে পেনাল্টি পান ভিনিসিয়াস। সেই সুযোগে নিজের দ্বিতীয় গোলও করেন ব্রাজিলিয়ান এই তারকা।
তবে লড়াই সেখানেই শেষ হয়নি। দ্রুত পাল্টা আক্রমণে জর্জিয়ার ফরোয়ার্ড জর্জেস মিকাউতাদজে। দারুণ এক শটে গোল করে ব্যবধান কমান ভিয়ারিয়ালের হয়ে।
তারপরই ম্যাচের মোড় ঘুরে যায়। ভিয়ারিয়ালের ডিফেন্ডার সান্তিয়াগো মোরিনো দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়লে ১০ জনে নেমে আসে দলটি। সেই সুযোগ কাজে লাগিয়ে ব্রাহিম দিয়াজের পাস থেকে গোল করে পুনরায় ব্যবধান বাড়ান এমবাপ্পে।
তবে গোল করার পর পরই পায়ের চোটে খুঁড়িয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় ফরাসি এই তারকা। ফলে বড় জয় পেলেও এমবাপ্পের চোট রিয়ালের সামনে নতুন আশঙ্কা তৈরি করেছে।
এদিকে আট ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ ২১ পয়েন্ট। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা, যারা সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে রবিবার। ১৬ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল রয়েছে তৃতীয় অবস্থানে।
ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৫/টিএ
