Connect with us
ক্রিকেট

নাহিদ রানা-নাসিম শাহ’র আড্ডা দেওয়ার ভিডিও ভাইরাল!

Nahid Rana-Nasim Shah
নাহিদ রানা-নাসিম শাহ'র আড্ডা। ছবি- সংগৃহীত

জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে না থাকায় পাকিস্তান সুপার লিগ- পিএসএল খেলতে গেছেন পেসার নাহিদ রানা। সেখানে বেশ ভালোই জমছে তার আড্ডা। কাল রাতে তিনি আড্ডা দিয়েছেন পাকিস্তানি পেসার নাসিম শাহ’র সাথে।

মঙ্গলবার রাতে ইসলামাবাদ ইউনাইটেডের ভেরিফায়েড ফেসবুক পেইজে নাহিদ-নাসিমের ওই আড্ডার ভিডিও পাবলিশ করা হয়। এরপর তা ভাইরাল হয়ে যায়।

পেশোয়ার জালমি এবার দলে ভিড়িয়েছে তরুণ বাংলাদেশি বোলার নাহিদ রানাকে। গতিময় এই পেসার গত ২৭ এপ্রিল পাকিস্তানে পৌঁছান। প্রথম দিন থেকেই নাহিদের সাথে ভালো আড্ডা জমছে নাসিমের।


আরও পড়ুন

»জন্মদিনে সতীর্থদের কাছ থেকে কাঙ্ক্ষিত উপহার পেলেন রাসেল

»কোপা দেল রে ফাইনাল কাণ্ড: ছয় ম্যাচ নিষেধাজ্ঞায় রুডিগার


পাকিস্তান-বাংলাদেশ ফুড কনভো- ফিচারিং নাসিম শাহ এন্ড নাহিদ রানা শিরোনামে ভিডিওটি ছাড়া হয়। যা লুফে নিয়েছেন ভক্তরা। শেয়ার ও কমেন্টের ঝড় চলছে ওই ভিডিওতে।

এবারের পিএসএলে মোট তিন বাংলাদেশি দল পেয়েছেন। নাহিদ রানা ছাড়াও আছে লিটন দাস ও রিশাদ হোসেন। এর মধ্যে রিশাদ আগেই কয়েকটি ম্যাচ খেলে ফেলেছেন। উইকেট শিকারির তালিকায় প্রথম দিকেই আছেন এই লেগি।

অন্যদিকে এখনো পেশোয়ারের জার্সি গায়ে ওঠেনি নাহিদের। লিটন দাসও সুযোগ পাননি একাদশে। তবে নাহিদ রানা একাদশে চান্স পেলেই ভালো কিছু করে দেখাবেন বলে মন্তব্য ভক্তদের।

ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৫/এজে/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট