
আগামী মাসের শেষের দিকে পর্দা উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। নারীদের বিশ্ব আসরকে সামনে রেখেই আরো আগেই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে আসর শুরুর মাসখানেক আগে ভারতের একটি ভেন্যুতে পরিবর্তন আনা হয়েছে।
বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কার একটি ভেন্যু এবং ভারতের চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মধ্যে একটি ছিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরে মাঠে মোট পাঁচটি ম্যাচ হওয়ার কথা ছিল। যার মধ্যে বাংলাদেশ-ভারত ম্যাচসহ একটি সেমিফাইনাল ও ফাইনালও (পাকিস্তান ফাইনালে না উঠলে) হওয়ার কথা ছিল এউ ভেন্যুতে। তবে বদলে যাচ্ছে এই ম্যাচগুলোর ভেন্যু।
বেঙ্গলুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বকাপের কোনো ম্যাচই আয়োজিত হবে না। মূলত সবশেষ আইপিএলে বেঙ্গালুরুর শিরোপা জয়ের পর শিরোপা উৎসবে পদপিষ্ট হয়ে প্রাণ হারায় ১১ জন। এ কারণে সেখানে ঘরোয়া ক্রিকেট নিষিদ্ধ করা হয়। এবার আইসিসি আসরেও এই বিতর্কিত ভেন্যুটিকে বাদ দেওয়া হয়েছে।
চিন্নাস্বামী স্টেডিয়ামের পরিবর্তে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের পাতিল স্পোর্টস একাডেমিতে। ফলে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটিও সেখানে হবে। এছাড়া বেঙ্গলরুতে বাকি যে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলো ভিন্ন কয়েকটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ৩০ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচ এবং ৩ অক্টোবর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ নাভি মুম্বাইয়ের বদলে গুয়াহাটিতে হবে।
এর বাইরে বেঙ্গালুরুর বাকি ম্যাচগুলো মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১১ অক্টোবর ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের ভেন্যুতে পরিবর্তন এসেছে। গুয়াহাটির পরিবর্তে শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আগামী ৩০ সেপ্টেম্বর মাঠে গড়িয়ে ২ নভেম্বর পর্দা নামবে নারী বিশ্বকাপের। গ্রুপপর্বে ৮টি দল একে-অপরের মুখোমুখি হবে। এরপর পয়েন্ট টেবিলের সেরা চার দল সেমিফাইনালে উঠবে এবং ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।
ক্রিফোস্পোর্টস/২২আগস্ট২৫/বিটি
