
গতকাল শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচটিতে লঙ্কানরা জিতলেই সেমিফাইনালে উঠতো টাইগাররা। শেষ পর্যন্ত জয় পায় লঙ্কানরা এবং বাংলাদেশকে সঙ্গে নিয়েই সুপার ফোর নিশ্চিত করে দলটি। তবে জয় উদযাপন দীর্ঘস্থায়ী হয়নি, ক্ষণেই রূপ নেয় বিষাদে।
ম্যাচশেষেই বড় দুঃসংবাদ পান লঙ্কান অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে। তার বাবা সুরঙ্গা ভেল্লালাগে ম্যাচ চলাকালেই মৃত্যুবরণ করেন। আর তাতেই শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্রিকেট বিশ্বে।
বাবার মৃত্যুর খবর পেয়ে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেন ভেল্লালাগে। শেষবারের মতো নিজের বাবাকে দেখতে সেখানে পৌঁছান তিনি। তবে বাবার অন্ত্যেষ্টিক্রিয়া শেষেই আবার খেলার উদ্দেশ্যে ফিরেছেন তিনি। আগামীকালের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ সামনে রেখে আজ রাতেই দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই তরুণ অলরাউন্ডার।
ভেল্লালাগের এমন সিদ্ধান্তকে বাহবা দিয়েছেন লঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা। ভেল্লালাগের মাঠে ফেরার বিষয়ে সামজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ধর্মসেনা লিখেছেন, ‘দুনিথ ভেল্লালাগে মাঠে ফিরছেন, শুধু তাঁর বাবার স্বপ্নই নয়, বরং পুরো জাতির আশা-ভরসাও বয়ে আনছেন। ’
পুরো শ্রীলঙ্কান জাতিকে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ধর্মসেনা লেখেন, ‘এটা এমন একটা সময়, যখন শ্রীলঙ্কান হিসেবে আমাদের সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে এবং তাঁর প্রতি ভালোবাসা, সমর্থন ও শক্তি দেখাতে হবে। তিনি শুধু একজন খেলোয়াড় নন, তিনি আমাদের ভবিষ্যৎ।’
‘চলুন, আমরা সবাই এক কণ্ঠে, এক জাতি হয়ে তাঁকে উৎসাহ দিই, যেহেতু তিনি তাঁর ক্যারিয়ারের আরেকটি নতুন অধ্যায় লিখছেন। শক্ত থেকো, দুনিথ—আমরা সবসময় তোমার সঙ্গে আছি।’
এছাড়া সকল ক্রিকেটপ্রেমীদের এক হয়ে তাকে সমর্থন জানাতে আহ্বান করেন ধর্মসেনা, ‘আসুন ক্রিকেটপ্রেমী বন্ধুরা সবাই এক হয়ে দুনিথকে সমর্থন জানাই। সীমানার ওপারেও তিনি সাহস, দৃঢ়তা ও খেলাধুলার প্রকৃত চেতনার প্রতীক।’
আগামীকাল সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ম্যাচটি হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।
ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৫/বিটি
