ক্রিকেট দুনিয়ায় রীতিমতো আলোড়ন তুলেছেন ১৪ বছর বয়সী ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই ব্যাট হাতে ঝড় তুলে তারকা তকমা পেয়েছেন এই ক্রিকেটার।
রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারত ‘এ’ দলের হয়ে ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন বৈভব। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আউট হওয়ার আগে খেলেন ৪২ বলে ১৪৪ রানের বিধ্বংসী এক ইনিংস। ১১টি চারের পাশাপাশি হাঁকিয়েছেন ১৫টি ছক্কা। মাত্র ৩২ বলে গড়েছেন শতক পূরণ রেকর্ড।
ভারতের ছেলেদের ক্রিকেটে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক এখন বৈভব। তবে, এমন রেকর্ডময় একটি ইনিংস খেলার পরও খুশি নন বৈভবের বাবা। এমনকি ২০০ করলেও নাকি খুশি হতেন না তার বাবা।
গতকাল (শনিবার) একটি ভিডিও পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভিডিওতে বৈভবকে তার বাবার সঙ্গে ফোনে কথা বলতে দেখা যায়। ইনিংসের জন্য ছেলের প্রশংসা করেছেন তার বাবা। কিন্তু বৈভবের বাবার অভিযোগ, যে বলে আউট হয়েছেন বৈভব; সেটা ছক্কা মারার মতো ছিল।
ভিডিওতে বৈভবের বাবাকে বলতে শোনা যায়, ‘তুমি যদি ওই শটটা (আউট হওয়ার শট) কভারের উপর দিয়ে আরও একটু উঁচু করে মারতে পারতে তা হলে ছয় হতো।’
বাবার পরামর্শের জবাবে হাসতে হাসতে বৈভব বলেন, ‘ঠিক করে শটটা খেলতে পারিনি। বলটা ধীর গতিতে এসেছিল।’ পরে বৈভব বলেন, ‘বাবাকে সহজে খুশি করা যাবে না। যদি আমি ২০০ করতাম, তা হলেও বাবা বলতো যে আরও বেশি রান করা উচিত ছিল। কিন্তু মা সবসময়ে খুশি হয়। আমি শূন্য করি বা শতরান করি, মা আনন্দ পায় এবং আরও ভালো খেলতে বলে।
মাত্র ১৪ বছর বয়সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সুযোগ হয় বৈভবের। সুযোগ পেয়েই নিজের ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছেন বৈভব। একের পর এক ঝোড়ো ইনিংস খেলে কেড়েছেন সকলের নজর। আইপিএলে ৭ ইনিংসে ২০৬.৫৬ স্ট্রাইকরেটে ব্যাট করা বৈভবের সংগ্রহ ২৫২, নামের পাশে রয়েছে একটি শতক ও একটি অর্ধশতক। মাত্র ৭ ইনিংসেই ১৮ চারের পাশাপাশি হাঁকিয়েছেন ২৪ ছক্কা।
ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৫/এআই