Connect with us
ক্রিকেট

১৪ বছর বয়সে সহ-অধিনায়কের দায়িত্বে বৈভব

বৈভব সূর্যবংশী। ছবি- সংগৃহীত

বয়সের চেয়ে প্রাপ্তিই যেন বেশি। এবার সেই প্রাপ্তির সঙ্গে যুক্ত হলো দায়িত্বও। বৈভব সূর্যবংশী ১৩ বছর বয়সে আইপিএলে দলে জায়গা পেয়ে গড়েছিলেন ইতিহাস। মাত্র ১৪ বছর ৩২ দিন বয়সে শতরান করে সাড়া ফেলেছিলেন ক্রিকেট বিশ্বে। এবার মাত্র ১৪ বছর বয়সেই ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে সহ-অধিনায়ক হয়ে আবারও নজর কাড়লেন বৈভব

কৈশোর এখনও কাটেনি, কিন্তু মেজাজে যেন সিনিয়র পেশাদারদেরও হার মানান বৈভব সূর্যবংশী। বয়সে এখনও স্কুলের বেঞ্চে বসার কথা, অথচ ব্যাট হাতে দাপিয়ে বেড়াচ্ছেন ভারতীয় ক্রিকেটে। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বৈভব। দলের অধিনায়ক হবেন সাকিবুল গনি। প্রথম দুই রাউন্ডের ম্যাচে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন এই নবীন ক্রিকেটার।

অরুণাচল প্রদেশ ও বিহারের ম্যাচ দিয়ে আগামী বুধবার শুরু হবে রঞ্জি ট্রফির খেলা। ২৫ অক্টোবর মণিপুরের বিপক্ষে মাঠে নামবে বৈভবের দল। সহ-অধিনায়ক হিসেবে মাঠে থাকবেন বৈভব সূর্যবংশী। তবে কোনো কারণে অধিনায়ক খেলতে না পারলে নেতৃত্বের দায়িত্বও নিতে হবে এই কিশোর ক্রিকেটারকেই।



আগ্রাসী ব্যাটিংয়ের জন্য অল্প সময়েই নজর কাড়েছেন বৈভব। ব্যস্ত সময় কাটছে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিভিন্ন সিরিজে। গত জুলাইয়ে ইংল্যান্ড সফরে ৭৮ বলে ১৪৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি—যা যুব ওয়ানডে ইতিহাসে দ্রুত সেঞ্চুরির রেকর্ড গড়ে। সিরিজটিতে ১৭৪ স্ট্রাইক রেটে পাঁচ ম্যাচ খেলে করেন ৩৫৫ রান।

তার এমন আগ্রাসী ব্যাটিং ও দ্রুত রান করার মানসিকতা দেখে অনেকে দাবি করছেন, তাকে যেন আরও বড় মঞ্চে সুযোগ দেওয়া হয়। তবে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন কোনোভাবেই বৈভব সূর্যবংশীকে হাতছাড়া করতে চায় না।

ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট