Connect with us
ক্রিকেট

রাইজিং এশিয়া কাপে ৩২ বলে সেঞ্চুরি করলেন বৈভব সূর্যবংশী

Vaibhav Suryavanshi scored a century off 32 balls in the Rising Asia Cup.
৩২ বলে সেঞ্চুরি হাকিয়ে রেকর্ডবুকে বৈভব সূর্যবংশী। ছবি- সংগৃহীত

কাতারের দোহায় রাইজিং স্টার এশিয়া কাপের পর্দা উঠেছে আজ। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে দিনের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়েছে ভারত ‘এ’ দল। এই ম্যাচ দিয়ে ভারতের ‘এ’ দলে অভিষেক হয়েছে ১৪ বছর বয়সী উঠতি তারকা বৈভব সূর্যবংশীর। আর অভিষেক ম্যাচেই ব্যাট হাতে এক চমক উপহার দিলেন এই তরুণ। 

আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৩২ বলে সেঞ্চুরি হাকিয়েছেন সূর্যবংশী। টি-টোয়েন্টি ক্রিকেটে এটা তার সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। আগের দ্রুততম সেঞ্চুরি এসেছিল আইপিএলে। গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন এই তরুণ ওপেনার।

এদিন ব্যাটিংয়ে নেমে একের পর এক মারকুটে শটে মাত্র ১৭ বলেই ফিফটি তুলে নেন সূর্যবংশী। ফিফটি তুলে রানতোলার গতি আরও বাড়িয়ে দেন তিনি। পরের ৫০ রান তুলতে তাকে মোকাবিলা করতে হয়েছে ১৫ বল। ৩২তম বলে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যান এই মারকুটে ওপেনার।



তবে সেঞ্চুরি করেই থামেননি সূর্যবংশী। সেঞ্চুরির পর আরও মারকুটে হয়ে ওঠেন তিনি। সুযোগ ছিল দেড়শ রানেফ মাইলফলক স্পর্শ করার। তবে ৪২তম বলে ১৪৪ রানের মাথায় আউট হয়ে যান এই ব্যাটার। দুর্দান্ত এই ইনিংসে ১১টি চার ও ১৫টি ছক্কার মার ছিল।

এই সেঞ্চুরির মধ্যে দিয়ে ঋষভ পন্তের পাশে নাম লিখিয়েছেন সূর্যবংশী। ভারতের হয়ে টি-টোয়েন্টিতে যৌথভাবে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। ২০১৮ সালে দিল্লির হয়ে হিমাচল প্রদেশের বিপক্ষে ৩২ বলে সেঞ্চুরি হাকান এই পন্ত। এবার ‘এ’ দলের হয়ে খেলে পন্তের রেকর্ডে ভাগ বসালেন সূর্যবংশী।

ভারতের হয়ে টি-টোয়েন্টি দ্রুততম সেঞ্চুরির তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন উরভিল প্যাটেল ও অভিষেক শর্মা। গত বছর গুজরাটের হয়ে ত্রিপুরার বিপক্ষে ২৮ বলে সেঞ্চুরি করেন তিনি। একই বছর পাঞ্জাবের হয়ে মেঘালয়ের বিপক্ষে ২৮ বলে সেঞ্চুরি করেন অভিষেক।

চলতি বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র ১৪ বছর ৩২ দিন বয়সে সেঞ্চুরি হাকান সূর্যবংশী। যেটি ছিল আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরি। এবার ‘এ’ দলের হয়ে ১৪ বছর ২৩২ দিন বয়সে সেঞ্চুরি করলেন তিনি। এটা ভারতের হয়ে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড।

ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট