
ভারতের বিস্ময় ক্রিকেটার বৈভব সূর্যবংশী। বর্তমানে তার বয়স মাত্র ১৪ বছর। তবে আইপিএলের নিলামের সময় তার বয়স ছিল ১৩ বছর। আর এ বয়সেই আইপিএলে দল পেয়ে ক্রিকেট পাড়ায় হইচই ফেলে দিয়েছিলেন এই তরুণ। রাজস্থান রয়্যালসের জার্সিতে চলতি আইপিএলে অভিষেক ঘটেছে তার। ছক্কা মেরে আইপিএল ক্যারিয়ার শুরু করেন এই বাহাতি ব্যাটার।
রাজস্থানের হয়ে অভিষেক ইনিংসটা বড় করতে পারেননি বৈভব। লখনৌয়ের বিপক্ষে ২০ বলে ৩৪ রান করেছিলেন তিনি। এরপর দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে করেন ১২ বলে ১৬ রান। তবে তৃতীয় ম্যাচে এসেই নিজের সক্ষমতার জানান দেন এই তরুণ।
আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেন বৈভব। সেঞ্চুরির সময় তার বয়স ছিল ১৪ বছর ৩২ দিন। স্বীকৃত টি-টোয়েন্টি এটাই সবচেয়ে কম বয়সী ব্যাটারের সেঞ্চুরি। তাছাড়া আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান এখন বৈভব। এমন দুর্দান্ত ইনিংসের পর নড়েচড়ে বসেছে ক্রিকেট বিশ্ব। কেউ কেউ তাকে ভারতের আগামী দিনের মহাতারকা হিসেবে আখ্যায়িত করছেন।
আরও পড়ুন:
» শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করল ভারত
» সামিতকে খেলাতে আরেক ধাপ এগিয়ে গেল বাফুফে
তবে ভারতের মহাতারকা হতে গেলে প্রথমে জাতীয় দলে সুযোগ পেতে হবে বৈভবকে। এবারের আইপিএলের বাকি ম্যাচগুলোতে ভালো করতে পারলে জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা তৈরি হতো। তবে আইসিসির নিয়মের বাধার কারণে সেটা এখনই না। জাতীয় দলে খেলার জন্য তাকে বছরখানেক অপেক্ষা করতে হবে।
আইসিসির ২০২০ সালের একটি নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটারের আন্তর্জাতিক অভিষেকের জন্য অন্তত ১৫ বছর বয়স হতে হবে। তবে বৈভবের বয়স এখন ১৪ বছর। তার ১৫ বছর পূর্ণ হবে আগামী বছরের ২৭ মার্চ। যে কারণে এখনই জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে পারবে না এই তরুণ ব্যাটার।
তবে নিয়মে বলা আছে, কোনো খেলোয়াড়ের যদি ১৫ বছরের আগেই পর্যাপ্ত অভিজ্ঞতা, মানসিক পরিণতিবোধ এবং শারীরিক সক্ষমতা থাকে, সেক্ষেত্রে আইসিসি থেকে অনুমতি পেতে পারে। সেজন্য বোর্ড কর্তৃক আইসিসি বরাবর আবেদন জানাতে হবে এবং আইসিসি বিবেচনা করে সিদ্ধান্ত জানাবে।
তবে বৈভকে হয়ত এখনই জাতীয় দলে ডাকার কোনো পরিকল্পনা নেই ভারতের। ভারতের বয়সভিত্তিক দলে খেলছেন তিনি। সবশেষ যুব এশিয়া কাপের ভারতের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন। আসন্ন যুব বিশ্বকাপেও ভারতের জার্সিতে দেখা যাবে এই বিস্ময় ক্রিকেটারকে।
ক্রিফোস্পোর্টস/১মে২৫/বিটি
