Connect with us
ক্রিকেট

কোহলিকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

US cricketer Milind Kumar
যুক্তরাষ্ট্র অলরাউন্ডার মিলিন্দ কুমার। ছবি- সংগৃহীত

ক্রিকেট ইতিহাসের অন্যতম তারকা হিসেবে নিজেকে পরিচিত করেছেন বিরাট কোহলি। টেস্ট ও টি-টোয়েন্টি দুই ফরমেট থেকে ইতোমধ্যে নিজের অবসর ঘোষণা করলেও চালিয়ে যাচ্ছেন ওয়ানডে ক্রিকেট। যেখানে তাকে পেছনে ফেলে অসাধারণ এক রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার মিলিন্দ কুমার।

ওয়ানডেতে এখন পর্যন্ত ৩০৫ ম্যাচ খেলেছেন কোহলি। যেখানে তিনি সংগ্রহ করেছেন ১৪ হাজার ২৫৫ রান, যা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। আর এই রান করেছেন তিনি প্রায় ৫৮ গড় ধরে রেখে। কোহলির এমন ধারাবাহিকতা প্রমাণ করে দেয় অন্য কারো সঙ্গে তার তুলনা চলে না। তবে বাস্তবতা বলছে, অন্তত হাজার রান করা ক্রিকেটার তালিকায় গড়ের হিসেবে কোহলি পেছনে পড়েছেন!

অন্তত হাজার রান করা করা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ গড়ের মালিক হয়েছেন ক্রিকেটের নবীন দল যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার মিলিন্দ কুমার। অবশ্য এর আগে এই রেকর্ড ছিল নেদারল্যান্ডসের সাবেক অলরাউন্ডার ও ভারতের বর্তমান ব্যাটিং কোচ রায়ান টেন ডাসকাটের দখলে। ৩৩ ওয়ানডেতে ৬৭ গড়ে ১,৫৪১ রান করেছিলেন তিনি।



তবে এবার সেই ডাসকাটের রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রের হয়ে মাত্র ২২ ওয়ানডে ম্যাচ খেলে মিলিন্দ কুমার সংগ্রহ করেছেন ১,০১৬ রান। যেখানে তার গড় সর্বোচ্চ ৬৭.৭৩। বিশেষ করে চলতি ২০২৫ সালেই তার পারফরম্যান্স ছিল অনবদ্য। কেননা এই সময়ে ১২ ওয়ানডেতে ৮১.৫০ গড়ে মোট ৬৫২ রান সংগ্রহ করেছেন এই মার্কিন অলরাউন্ডার।

বর্তমান ক্রিকেটারদের মধ্যে কোহলিকে পেছনে ফেলে এই কীর্তি গড়েছেন মিলিন্দ। দ্বিতীয় অবস্থানে থাকা এই ভারতীয় তারকা ৫৭.৭১ গড়ে করেছেন ১৪ হাজার ২৫৫ রান। আর সকল ক্রিকেটার হিসেব করলে মিলিন্দ ও ডাসকাটের পরেই সর্বোচ্চ গড়ের তালিকায় ইতিহাসে নাম থেকে যাবে কোহলির। শেষ সময়ে বাকি যতদিন ক্রিকেটে থাকবেন, তাই নিজের গড় ধরে রাখতে চাইবেন তিনি।

ক্রিফোস্পোর্টস/৪নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট