
ধারাবাহিক পারফরম্যান্সের জেরে এবার বড় সুখবর পেয়েছে সংযুক্ত আরব আমিরাত নারী ক্রিকেট। ২০২৫-২৯ মৌসুমের জন্য তারা আইসিসির ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে। একই সময়ে আইসিসির এই ওয়ানডে স্ট্যাটাস হারালো যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দল।
আগামী ১২ মে থেকে এই নতুন স্ট্যাটাস কার্যকর হবে। বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদের সময় সংযুক্ত আরব আমিরাত টি-টোয়েন্টি টেবিলের ১৬ নম্বরে থাকা সহযোগী দল হিসেবে তাদের ওয়ানডে স্ট্যাটাস নিশ্চিত করেছছে। এই অর্জন ধরে রাখতে তিন থেকে চার বছর সময়কালে কমপক্ষে আটটি ওয়ানডে খেলতে হবে তাদের।
আইসিসি ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত দলের সংখ্যা বর্তমানে ১৬টি। এখানে সংযুক্ত আরব আমিরাত ছাড়া আইসিসির সহযোগী সদস্য দেশগুলো হচ্ছে থাইল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এবং পাপুয়া নিউগিনি।
আরও পড়ুন:
» জিম্বাবুয়েকে হারাতে স্পিন উইকেট বানানো নিয়ে বাশারের প্রশ্ন
» সামিতকে জুনের ম্যাচ খেলাতে ফিফা ক্লিয়ারেন্সের শেষ সময় কবে?
সম্প্রতি অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার পর থাইল্যান্ড এবং স্কটল্যান্ড তাদের ওডিআই স্ট্যাটাস নিশ্চিত করেছে, যেখানে পিএনজি (১৩তম) এবং নেদারল্যান্ডস (১৫তম) তাদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে তাদের স্ট্যাটাস ধরে রেখেছে।
থাইল্যান্ড এবং স্কটল্যান্ড একই র্যাঙ্কিংয়ে যথাক্রমে ১১তম এবং ১২তম স্থানে রয়েছে।
এই মাসের শুরুতে পাকিস্তানে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজ এবং থাইল্যান্ডকে হারিয়ে ছয় দলের মধ্যে চতুর্থ স্থান অর্জন করে স্কটল্যান্ড। থাইল্যান্ড তাদের পাঁচটি খেলায় হেরে তলানিতে ছিল। এদিকে ভারত বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে পাকিস্তান এবং বাংলাদেশ। যদিও ভারতে ভ্রমণ করবে না পাকিস্তান এবং অন্য কোথাও টুর্নামেন্ট আয়োজনের কথা শোনা যাচ্ছে।
ক্রিফোস্পোর্টস/৩মে২৫/এফএএস
