
ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এবং দ্বিপক্ষীয় সিরিজে শিরোপা। জিম্বাবুয়ে থেকে এই দুটি শিরোপা জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বিমানবন্দরে ফিরেই পেয়েছে সমর্থকদের উচ্ছ্বসিত অভ্যর্থনা।
১০ ওয়ানডেতে ৮ জয়ের অসাধারণ পারফরম্যান্সের মধ্যে লিগ পর্বে মাত্র এক হার ও দ্বিপক্ষীয় সিরিজে এক পরাজয়- এই সাফল্য দেশের ক্রিকেটের পাইপলাইনে নতুন আশা জাগিয়েছে।
বিসিবির গেম ডেভেলপমেন্ট প্রধান হাবিবুল বাশার ও নির্বাচক মেহরাব হোসেন অপি বিমানবন্দরে গিয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানান।
অধিনায়ক আজিজুল হাকিম তামিম বলেন, আমরা কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছি। ক্যাম্পে একে অন্যের কাছ থেকে অনেক কিছু শিখেছি। এই শিরোপা আমাদের পরিশ্রমের ফল।
তিনি জানান, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভেন্যুতে জেতা আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে দলকে।
কোচ নাভিদ নেওয়াজ বলেন, ছেলেরা ভিন্ন পরিবেশে দারুণ মানিয়ে নিয়েছে। ফাইনাল ছিল কঠিন, কিন্তু তারা দৃঢ় মনোবল নিয়ে খেলেছে। বিশ্বকাপের আগে আমরা আরও প্রস্তুতি নেব, যাতে শিরোপা জেতা সম্ভব হয়।
ক্রিফোস্পোর্টস/১৩আগস্ট২৫/এনজি
