Connect with us
ক্রিকেট

আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি আর নেই

Umpire Bismillah Jan Shinwari is no more
আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি। ছবি: সংগৃহীত

আফগানিস্তান ক্রিকেটে নেমে এলো শোকের ছায়া। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৪১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশটির অভিজ্ঞ ও আন্তর্জাতিক আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।

বিসমিল্লাহ জান শিনওয়ারি তার আম্পায়ারিং ক্যারিয়ারে আন্তর্জাতিক পর্যায়ে এক পরিচিত মুখ ছিলেন। তিনি মোট ৩৪টি ওয়ানডে এবং ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে দায়িত্ব পালন করেছেন। দেশের ঘরোয়া ক্রিকেটেও ছিল তার সরব উপস্থিতি।

আরও পড়ুন:

» বাবর-রিজওয়ান-শাহিনকে বাংলাদেশে আনছে না পাকিস্তান

» মেন্ডিসের হাফ সেঞ্চুরিতে চাপে বাংলাদেশ

তিনি ৩১টি প্রথম-শ্রেণির, ৫১টি লিস্ট ‘এ’ এবং ৯৬টি টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ পরিচালনা করেছেন।

আফগান ক্রিকেট বোর্ড এক শোকবার্তায় বিসমিল্লাহ জান শিনওয়ারিকে ‘আফগান ক্রিকেটের একজন নিবেদিতপ্রাণ সৈনিক’ হিসেবে উল্লেখ করেছে। তার মৃত্যুতে বোর্ড গভীরভাবে শোকাহত বলে জানানো হয়েছে।

এসিবির পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার ও শুভানুধ্যায়ীদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।’

আফগান ক্রিকেটে তার অবদানকে স্মরণ করে এসিবি জানিয়েছে, বিসমিল্লাহ জান শিনওয়ারি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। তার এই অকাল প্রয়াণ আফগান ক্রিকেটের জন্য এক বিশাল শূন্যতা তৈরি করেছে, যা পূরণ করা কঠিন হবে।

ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট