
পেস বিভাগে বেশ সমৃদ্ধ বাংলাদেশ দল। গত কয়েক বছর ধরে এই বিভাগে বেশ উন্নতি করেছে টাইগারা৷ বর্তমানে বিশ্বের সেরা পেস বিভাগের একটি বাংলাদেশের। পেসারদের সাম্প্রতিক এই উন্নতির প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক পেসার উমর গুল। বাংলাদেশের পেস বিভাগকে বিশ্বমানের করে গড়ে তোলার পেছনে অ্যালান ডোনাল্ডকে কৃতিত্ব দিয়েছেন তিনি।
টাইগারদের সাবেক পেস বোলিং কোচ অ্যালান্ড ডোনাল্ডের বিদায়ের পর তাসকিনদের পরবর্তী কোচ হওয়ার দৌঁড়ে অনেকেই ছিলেন পছন্দের তালিকায়। আলোচনায় ছিলেন উমর গুলও। তবে শেষ পর্যন্ত তাসকিন-মুস্তাফিজদের দায়িত্ব উঠে অস্ট্রেলিয়ান কোচ শন টেইটের হাতে। অ্যালান ডোনাল্ড পরবর্তী কাজ এগিয়ে নিচ্ছেন তিনিই। তবে পেসারদেএ সাম্প্রতিক এই উত্থানের পেছনে ডোনাল্ডকেই কৃতিত্ব দিয়েছেন এই পাকিস্তানি পেসার।
এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড নিয়ে আলোচনা করতে নিয়ে পেসারদের প্রশংসা করেন গুল। বিশেষ করে গত কয়েক বছরে তাসকিনের যে উত্থান, তাতে মুগ্ধ তিনি। আর এই উত্থানের পেছনে ডোনাল্ডকে কৃতিত্ব দেন তিনি।
গুল বলেন, ‘এখন বোলিংয়ে অনেক অপশন আছে বাংলাদেশের। ইঞ্জুরির পর তাসকিন দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে! এর পেছনে অবদান রয়েছে দক্ষিণ আফ্রিকান কোচ অ্যালান ডোনাল্ডের। তার হাত ধরেই সে এমনভাবে প্রত্যাবর্তন করেছে যে, সে এখন তিন ধাপেই দারুণ কার্যকরী।’
দলের আরো দুই কার্যকরী পেসার মুস্তাফিজ ও শরিফুলের প্রশংসা করে তিনি বলেন, ‘মুস্তাফিজ বেশ অভিজ্ঞ একজন পেসার। সে নিয়মিত আইপিএলে খেলে। তার বোলিংয়ে অনেক নান্দনিকতা রয়েছে। তাছাড়া শরিফুলও এখন দারুণ করছে। সে নতুন বলে সুইং করাচ্ছে, সিম পজিশনও বেশ ভালো। একজন ফাস্ট বোলারের যেসব গুণাবলি থাকা দরকার, তার মধ্যে সবই আছে।’
টাইগার পেসারদের শক্তিমত্তার জায়গা তুলে ধরে গুল আরও বলেন, ‘বাংলাদেশের বোলাররা এখন ম্যাচের তিনটি ধাপেই (নতুন বল, মিডল ওভার, স্লগ ওভার) ভালো বল করতে সক্ষম। বর্তমানে তাদের বোলিং বিভাগ, তাদের ব্যাটিং বিভাগের চেয়েও বেশি শক্তিশালী।’
ক্রিফোস্পোর্টস/১৩সেপ্টেম্বর২৫/বিটি
