 
																												
														
														
													আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আইসিসির পূর্ণাঙ্গ সদস্যসহ অংশ নিবে ২০টি দল। এই আসরের জন্য বাছাইপর্ব। আফ্রিকা অঞ্চলে বাছাইপর্ব খেলছে জিম্বাবুয়ে, নামিবিয়া, কেনিয়া ও নাইজেরিয়াসহ সাতটি দল। রয়েছে উগান্ডাও। পুচকে উগান্ডা সৃষ্টি করেছে নতুন ইতিহাসও।
রবিবার (২৬ নভেম্বর) নামিবিয়ার উইন্ডহোক স্টেডিয়ামে রচিত হয়েছে এই ইতিহাস। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার হারিয়েছে আইসিসির পূর্ণাঙ্গ কোনো সদস্য দেশকে। গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের ১৩৬ রানের লক্ষ্য ৫ বল ও ৫ উইকেট হাতে রেখে ছুঁয়ে ফেলে। ৫ উইকেটের জয় নিয়ে উল্লাসে মাতে উগান্ডার ক্রিকেটাররা।
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় উগান্ডা। সিকান্দার রাজার ৪৮, ইনোসেন্ট কাইয়া ২৩ ও শেন উইলিয়ামসের ২১ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান করে জিম্বাবুয়ে। এছাড়া রায়ান বার্লের ব্যাট থেকে আসে ১৩ রান। আর কেউই রান পাননি।
উগান্ডার হয়ে দীনেশ রাকরানি ৪ ওভারে ১৪ রান খরচায় তিনটি উইকেট নেন। হেনরি সাইওন্দো দুটি এবং রিয়াজত আলী একটি উইকেট নিয়েছেন।
১৩৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ১২ রানেই দুই উইকেট হারায় উগান্ডা। জয় নিশ্চিত মনে করেছিল সিকান্দার রাজারা। আলফেস রামজানি ও রিয়াজত আলীরা শক্ত জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যান। রিয়াজত আলী ২৮ বলে ৪২ ও রামজানি ২৬ বলে ৪০ রান করেন।
এছাড়া রজার মুকাসা ২৩ ও নকরানি অপরাজিত ১৪ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন। জিম্বাবুয়ের হয়ে এগারাভা দুটি ও শেন উইলিয়ামস একটি উইকেট নেন। বল হাতে ১৪ রানে তিনটি উইকেট নেয়া এবং ব্যাট হারে ১০ বলে অনবদ্য ১৪ রান করা নকরানি ম্যাচসেরা নির্বাচিত হন।
আফ্রিকা অঞ্চল থেকে জিম্বাবুয়ের চূড়ান্তপর্বে ওঠা বেশ কঠিন হয়ে গেল। কেননা এর আগে একটি ম্যাচ হেরেছে তারা। তিন ম্যাচে মাত্র একটি জয়ে পয়েন্ট টেবিলে সিকান্দারদের অবস্থান চার নম্বরে। অন্যদিকে উগান্ডা এর আগে তানজানিয়াকে হারিয়ে দুই জয়ে টেবিলের তিনে আছে। তিন জয়ে শীর্ষে আছে নামিবিয়া রান রেটে পিছিয়ে দুইয়ে আছে কেনিয়া।
২০২৪ সালের নমব টি-টোয়েন্টি যৌথভাবে বসবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। আগামী বছরের ৪ জুন শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে এই আসর।
আরও পড়ুন: আইপিএল-২০২৪ : সাকিব-লিটনকে ছেড়ে দিল কলকাতা
ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৩/এজে/এসএ
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	