Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুত উগান্ডা, সরে দাঁড়াল আইসল্যান্ড

UGANDA, PCB AND ICELICELAND
উগান্ডা ও আইসল্যান্ড ক্রিকেট দল ও পিসিবি। ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে চলছে নাটকীয়তা। আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠতে যাওয়া এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না বাংলাদেশের। নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে না চাওয়ায় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানোয় বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে পুনর্বিবেচনা করছে পাকিস্তান,স্থগিত করেছে নিজেদের জার্সি উন্মোচন অনুষ্ঠানও। তবে পাকিস্তানের অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সোমবার। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দেখা করেন এবং পরে পোস্ট দিয়ে জানান, ‘আইসিসির বিষয়’ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার বা সোমবার।

ইতোমধ্যে ভারতে ম্যাচ খেলতে না চেয়ে বাংলাদেশ বাদ পড়ায় তাদের স্থলাভিষিক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তানও যদি সরে দাঁড়ায়, তাহলে সেই শূন্যস্থান পূরণে আইসিসিকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সেক্ষেত্রে প্রতিযোগীতায় রয়েছে উগান্ডা ও আইসল্যাড।



এমন পরিস্থিতিতে পাকিস্তান বিশ্বকাপে অংশ না নিলে উগান্ডা নিজেদের প্রার্থিতার প্রস্তাব দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে তারা লিখেছে, ‘প্রিয় আইসিসি, যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো জায়গা খালি হয়, তবে উগান্ডা একদম প্রস্তুত;  ব্যাগ গোছানো এবং প্যাড পরা।’

শেষ মুহুর্তে পাকিস্তান অংশ না নিলে তারা বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত আছে জানান দিয়ে লিখেছে, ‘পাসপোর্টগুলোও গরম। কোনো বেকারকে ওভেনে রাখতে হবে না বা কোনো জাহাজকেও মাঝপথ থেকে ইউ-টার্ন নিতে হবে না। গরম, শোরগোল আর চাপ? আমরা আমাদের সেই সাহসী কিট (জার্সি) নিয়েই আসব।’

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিল ক্রিকেট আইসল্যান্ডও। ধারণা করা হচ্ছে তাদের পোস্টের জবাবেই এমন পোস্ট করেছে উগান্ডা।

পাকিস্তান না খেললে আইসল্যান্ডকে বিশ্বকাপে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে রাখা হয়েছিল, পরে তারা নিজেদেরকে সরিয়ে নেয়। তারা লিখেছে, ‘ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা ঘোষণা করছি, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান সরে দাঁড়ালে তাদের স্থলাভিষিক্ত আমরা হচ্ছি না। আমাদের হার উগান্ডার জন্য অর্জন, তাদেরকে শুভ কামনা।’

ক্রিফোস্পোর্টস/৩১জানুয়ারি২৬/এআই

Crifosports announcement

Focus

More in ক্রিকেট