
উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ের পর রিয়াল মাদ্রিদের বুনো উদযাপন এখন তাদের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
টাইব্রেকারে অ্যাতলেটিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার সেই আনন্দ উদযাপনের জন্য রিয়ালের তিন তারকা ফুটবলার অ্যান্টোনি রুডিগার, কিলিয়ান এমবাপ্পে এবং দানি সেবায়োস-কে জরিমানা ও এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
এসইআর-এর প্রতিবেদন অনুযায়ী, কিলিয়ান এমবাপ্পেকে ৩০ হাজার ইউরো (প্রায় ৪৩ লাখ টাকা), অ্যান্টোনি রুডিগারকে ৪০ হাজার ইউরো (প্রায় ৫৭ লাখ ৩৭ হাজার টাকা) এবং দানি সেবায়োসকে ২০ হাজার ইউরো (প্রায় ২৮ লাখ ৬৯ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন:
» দিয়োগো জোটার স্মরণে যেভাবে এক হলো গোটা ফুটবল দুনিয়া
» দুর্গম পাহাড় থেকে দেশের গর্ব, ঋতুপর্ণার ফুটবল জার্নি যেমন ছিল
তবে, এই শাস্তির তালিকা থেকে আশ্চর্যজনকভাবে বেঁচে গেছেন ভিনিসিয়ুস জুনিয়র।
এছাড়াও, রিয়াল মাদ্রিদকে ১৫ হাজার ইউরো (প্রায় ২১ লাখ ৫১ হাজার টাকা) জরিমানা করা হয়েছে এবং একজন সমর্থক নাৎসি স্যালুট দেওয়ায় সতর্কতা জারি করা হয়েছে। একই ধরনের ঘটনা পুনরায় ঘটলে রিয়ালের টিকিট বিক্রির ওপরও নিষেধাজ্ঞা আসতে পারে বলে উয়েফা সতর্ক করে দিয়েছে।
ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৫/এসএইচএ
