
পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানের হার দিয়ে ২০২৫ এশিয়া কাপ শুরু করেছিল সংযুক্ত আরব আমিরাত। অবশেষে দ্বিতীয় ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করেছে স্বাগতিকরা। ওমানকে হারিয়ে আসরের প্রথম জয় তুলে নিয়েছে মুহাম্মদ ওয়াসিমের দল।
সোমবার (১৫ সেপ্টেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানকে ৪২ রানে হারিয়েছে আরব আমিরাত। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে আরব আমিরাত। জবাবে খেলতে নেমে ১৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩০ রানের বেশি করতে পারেনি।
আবুধাবিতে এদিন টস জিতে আরব আমিরাতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ওমান। স্বাগতিকদের পক্ষে এদিন ব্যাট হাতে দুই ওপেনারই আলো ছড়ান। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে ওপেনার ওয়াসিমের ব্যাট থেকে। ৫৪ বলে ৬ চার ও ৩ ছক্কার মারে ৬৯ রান করেন আমিরাতের দলপতি।
দ্বিতীয় সর্বোচ্চ রান আসে আরেক ওপেনার আলিসান শারাফুর ব্যাট থেকে। ৩৮ বলে ৭ চার ও ১ ছক্কার মারে ৫১ রান করেন এই ওপেনার। এ ছাড়া মোহাম্মদ জুহায়িব খান ১৩ বলে ২১ এবং হার্শিত কৌশিক ৮ বলে ১৯ রানের ঝোড়ো ক্যামিও খেলেন।
ওমানের পক্ষে ২টি উইকেট নেন জিতেন রামানান্দি। এ ছাড়া একটি করে উইকেট শিকার করেন হাসনাইন আলী শাহ ও সময় শ্রীবাস্তব।
রানতাড়ায় নেমে ওমানের পক্ষে সর্বোচ্চ ৩২ বলে ২৪ রান করেন আরিয়ান। অধিনায়ক জিতেন্দর সিং ও ভিনয়ক শুকলা সমান ২০ রান করে করেন। এছাড়া ১৩ রান করেন রামানান্দি।
আরব আমিরাতের পক্ষে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন জুনায়েদ সিদ্দিক। হায়দার আলী ও জাওয়াদউল্লাহ নেন ২টি করে উইকেট। এছাড়া একটি উইকেটের দেখা পান রহিদ খান।
ক্রিফোস্পোর্টস/১৫সেপ্টেম্বর২৫/বিটি
