
ভারত ও পাকিস্তানের মধ্যকার অস্থিরতার কারণে নানা ধোঁয়াশার জন্ম নিয়েছিল এশিয়া কাপ শুরুর আগে। তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুরু হয়েছিল এই আঞ্চলিক টুর্নামেন্ট। তবে আসরের মাঝেই দেখা দিয়েছে নতুন বিপত্তি। এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে পাকিস্তান। এমন হলে সুপার ফোরে দেখা যেতে পারে সংযুক্ত আরব আমিরাতকে।
মূলত এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের শেষে ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে দেখা দিয়েছে এমন পরিস্থিতি। সেই ম্যাচের শেষে পাকিস্তানী ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। এই ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান আইসিসির কাছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়ার দাবি তোলে। নাহলে এশিয়া কাপ বয়কটের হুমকি দেয় পিসিবি।
তবে পিসিবির অভিযোগ কার্যত খারিজ করে দিয়েছে আইসিসি। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, গতকাল (মঙ্গলবার) রাতেই পিসিবিকে চিঠি দিয়ে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আইসিসি। এ ঘটনার সঙ্গে রেফারি পাইক্রফটের কোনো ভূমিকা ছিল না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তারা নাকি আগে থেকেই বিষয়টি পাইক্রফটকে জানিয়েছিলেন, কেবল সেই নির্দেশই তিনি জানিয়ে দেন সালমান আগাকে।
আর আইসিসির এমন প্রতিক্রিয়ার পর কী সিদ্ধান্ত নেবে পাকিস্তান, তাই ছিল দেখার বিষয়। এদিকে আগামীকাল (বুধবার) এশিয়া কাপের শেষ গ্রুপপর্বের ম্যাচে আরব আমিরাতের সঙ্গে লড়বে পাকিস্তান। তার আগে আজ (মঙ্গলবার) সন্ধ্যায় তাদের সংবাদ সম্মেলন করা কথা ছিল। পাকিস্তান সেই সম্মেলন করবে না বলে দলীয় সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম গুলো।
এমনকি রাতে দলীয় অনুশীলনের কথা থাকলেও শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হলে সেটি বর্জন করতে পারে পাকিস্তান। আইসিসির চিঠির জবাবে কেমন প্রতিক্রিয়া জানাবে পিসিবি, সেই সিদ্ধান্ত নিতে সরকারি সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বোর্ড সভাপতি মহসিন নাকভি। শেষ পর্যন্ত পাকিস্তানের এশিয়া কাপ বর্জনের মতো কঠিন সিদ্ধান্ত এলে তাদের জায়গায় সুপার ফোরে খেলার সুযোগ পেয়ে যাবে আরব আমিরাত।
ক্রিফোস্পোর্টস/১৬সেপ্টেম্বর২৫/এফএএস
