Connect with us
ক্রিকেট

আমিরাতকে নিয়ে চূড়ান্ত হলো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল

UAE confirmed as one of the 20 teams for the 2026 T20 World Cup.
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত। ছবি- সংগৃহীত

অবশেষে চূড়ান্ত হলো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল। সবশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে ২০ দল অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে জাপানকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে আরব আমিরাত। গতকাল এই অঞ্চল থেকে টিকিট পেয়েছে ওমান ও নেপাল। আজ তৃতীয় ও শেষ দল হিসেবে এই অঞ্চল থেকে টিকিট পেল আরব আমিরাত।

এদিন সুপার সিক্সের ম্যাচে জাপানকে হারাতে পারলেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত হতো আরব আমিরাতের। জাপান প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ১২.১ ওভারে ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আরব আমিরাত।



টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে ১৪ দল। স্বাগতিক দেশ হিসেবে আগেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়েছে ভারত ও শ্রীলঙ্কার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ৭ দল—বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। আইসিসি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি জায়গা পেয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।

বাকি ৬ দল আঞ্চলিক বাছাইপর্ব খেলে মূল পর্বে জায়গা করে নিয়েছে। এর মধ্যে আমেরিকা অঞ্চল থেকে কানাডা, ইউরোপ অঞ্চল থেকে নেদারল্যান্ডস ও ইতালি, আফ্রিকা অঞ্চল থেকে নামিবিয়া ও জিম্বাবুয়ে এবং এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে জায়গা করে নিয়েছে নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত ২০ দল :

স্বাগতিক দেশ: ভারত, শ্রীলঙ্কা

২০২৪ বিশ্বকাপের সেরা ৭ দল: অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।

আইসিসি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে: পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।

আঞ্চলিক বাছাইপর্ব থেকে—

আমেরিকা অঞ্চল: কানাডা।

ইউরোপ অঞ্চল: নেদারল্যান্ডস ও ইতালি।

আফ্রিকা অঞ্চল: নামিবিয়া, জিম্বাবুয়ে।

এশিয়া প্যাসিফিক অঞ্চল: নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ৮ মার্চ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ। দল চূড়ান্ত হওয়ায় খুব শিগগিরই অনুষ্ঠিত হবে ড্র।

ক্রিফোস্পোর্টস/১৬অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট